Bhai Phonta: ভাইয়ের কপালে বোনের ফোঁটা তো পড়বেই, সঙ্গে 'ভাইফোঁটা সন্দেশ'ও! মিষ্টিমুখেও এবার বড় চমক
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
ভাইয়ের কপালে বোনের ফোঁটা তো পড়বেই, সেই সঙ্গে থাকবেই থাকবে প্লেট ভর্তি রকমারি মিষ্টি।
দক্ষিণ দিনাজপুর: ভাইয়ের কপালে বোনের ফোঁটা তো পড়বেই, সেই সঙ্গে থাকবেই থাকবে প্লেট ভর্তি রকমারি মিষ্টি। আর এবারে ভাইফোঁটা উপলক্ষে বালুরঘাট জুড়ে ভাইফোঁটা সন্দেশ দিদি বোনদের মন কেড়েছে ইতিমধ্যেই। আর ভাইদের প্লেটে মনকাড়া মিষ্টি সাজিয়ে দিতে এই দিন সকাল থেকেই প্রচুর ভিড় লক্ষ্য করা যায় মিষ্টির দোকানগুলিতে। তবে মিষ্টি হলেও স্বাদে যেন পুরোটাই খির।
নিত্য নতুন ‘আইটেমে’র সঙ্গে সঙ্গে ভাইফোঁটা সন্দেশ মিষ্টি পেয়ে খুশী ক্রেতারাও। সকাল থেকেই ভাইফোঁটার জন্য মিষ্টি কেনার হিড়িক চোখে পড়ার মত। হরেক রকম মিষ্টির পাশাপাশি ভাইফোঁটা স্পেশাল সন্দেশ তৈরি করে রীতিমত তাক লাগিয়েছে বালুরঘাটের মিষ্টি মহল।
advertisement
advertisement
এবিষয়ে মিষ্টি বিক্রেতা সৌরভ দাস জানান, ক্রেতাদের সাধ্যের মধ্যেই নতুনত্ব চাহিদা অনুসারে প্রতিবছর ভাইফোঁটায় মিষ্টি বানানো হয়ে থাকে। এই বছরও তার কোন ব্যতিক্রম হয়নি। রসনাতৃপ্তির পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিও যাতে বজায় রাখা যায় তাই মিষ্টির গুণগতমান ধরে রেখে ক্রেতাদের চাহিদা অনুসারে এবার ভাইফোঁটা স্পেশাল সন্দেশ মিষ্টি পুরোপুরি ভিন্ন স্বাদের। তার সঙ্গে রয়েছে ফল ফুলের আকারে তৈরি মিষ্টি, খিরের মিষ্টি, মালাইয়ের মিষ্টি ও ছানার মিষ্টি। দামও রয়েছে সকলের সাধ্যের মধ্যেই। যার স্বাদ নিতে এমনকি ভাইয়ের পাতে এই মিষ্টি তুলে দিতে ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে মিষ্টি মহলে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 02, 2024 4:13 PM IST
