Bhai Phonta: ভাইয়ের কপালে বোনের ফোঁটা তো পড়বেই, সঙ্গে 'ভাইফোঁটা সন্দেশ'ও! মিষ্টিমুখেও এবার বড় চমক

Last Updated:

ভাইয়ের কপালে বোনের ফোঁটা তো পড়বেই, সেই সঙ্গে থাকবেই থাকবে প্লেট ভর্তি রকমারি মিষ্টি।

+
ভাইফোঁটা

ভাইফোঁটা সন্দেশ

দক্ষিণ দিনাজপুর: ভাইয়ের কপালে বোনের ফোঁটা তো পড়বেই, সেই সঙ্গে থাকবেই থাকবে প্লেট ভর্তি রকমারি মিষ্টি। আর এবারে ভাইফোঁটা উপলক্ষে বালুরঘাট জুড়ে ভাইফোঁটা সন্দেশ দিদি বোনদের মন কেড়েছে ইতিমধ্যেই। আর ভাইদের প্লেটে মনকাড়া মিষ্টি সাজিয়ে দিতে এই দিন সকাল থেকেই প্রচুর ভিড় লক্ষ্য করা যায় মিষ্টির দোকানগুলিতে। তবে মিষ্টি হলেও স্বাদে যেন পুরোটাই খির।
নিত্য নতুন ‘আইটেমে’র সঙ্গে সঙ্গে ভাইফোঁটা সন্দেশ মিষ্টি পেয়ে খুশী ক্রেতারাও। সকাল থেকেই ভাইফোঁটার জন্য মিষ্টি কেনার হিড়িক চোখে পড়ার মত। হরেক রকম মিষ্টির পাশাপাশি ভাইফোঁটা স্পেশাল সন্দেশ তৈরি করে রীতিমত তাক লাগিয়েছে বালুরঘাটের মিষ্টি মহল।
advertisement
advertisement
এবিষয়ে মিষ্টি বিক্রেতা সৌরভ দাস জানান, ক্রেতাদের সাধ্যের মধ্যেই নতুনত্ব চাহিদা অনুসারে প্রতিবছর ভাইফোঁটায় মিষ্টি বানানো হয়ে থাকে। এই বছরও তার কোন ব্যতিক্রম হয়নি। রসনাতৃপ্তির পাশাপাশি স্বাস্থ্যের বিষয়টিও যাতে বজায় রাখা যায় তাই মিষ্টির গুণগতমান ধরে রেখে ক্রেতাদের চাহিদা অনুসারে এবার ভাইফোঁটা স্পেশাল সন্দেশ মিষ্টি পুরোপুরি ভিন্ন স্বাদের। তার সঙ্গে রয়েছে ফল ফুলের আকারে তৈরি মিষ্টি, খিরের মিষ্টি, মালাইয়ের মিষ্টি ও ছানার মিষ্টি। দামও রয়েছে সকলের সাধ্যের মধ্যেই। যার স্বাদ নিতে এমনকি ভাইয়ের পাতে এই মিষ্টি তুলে দিতে ব্যাপক ভিড় লক্ষ করা যাচ্ছে মিষ্টি মহলে।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bhai Phonta: ভাইয়ের কপালে বোনের ফোঁটা তো পড়বেই, সঙ্গে 'ভাইফোঁটা সন্দেশ'ও! মিষ্টিমুখেও এবার বড় চমক
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement