Alipurduar News: শুরু হল অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন, চলবে কতদিন, রইল যাবতীয় তথ্য
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
রাজ্যের সাত জেলায় শুরু হয়েছে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন
আলিপুরদুয়ার: রাজ্যের সাত জেলায় শুরু হয়েছে অ্যাডাল্ট বিসিজি ভ্যাকসিনেশন। আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে এই ভ্যাকসিনেশন। উত্তরবঙ্গের একমাত্র আলিপুরদুয়ার জেলায় এই ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে।
বাড়ি বাড়ি গিয়ে আশা কর্মী স্বাস্থ্যকর্মীরা সবাইকে বুঝিয়ে টিকা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে আসছেন। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে শুরু হয়েছে এই টিকা দেওয়ার কাজ। জেলার মধ্যে কালচিনি ব্লকে ২৫ হাজার মানুষ যক্ষা সম্ভাব্য রয়েছেন। ব্লক স্বাস্থ্য দফতর থেকে সমীক্ষার পর তা জানা গিয়েছে। তাঁদের টিকা দেওয়া হবে, এমনকি তাঁদের পরিবারের সদস্যদের দেওয়া হবে টিকা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, বর্তমানে গ্রামীণ হাসপাতাল থেকে টিকা দেওয়া হলেও পরবর্তীতে স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য সকলকে আধার কার্ড নিয়ে আসতে বলা হচ্ছে। নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের পর টিকা দেওয়া হবে।
advertisement
জেলা স্বাস্থ্য দফতরের নির্দেশে ৬০ বছরের বেশি, ডায়বেটিস, মাদক ও ধূমপান সেবন করেন এমন ব্যক্তিদের যক্ষা সার্ভের আওতায় আনা হয়েছে।
কালচিনি ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডঃ শ্রীকান্ত মন্ডল জানান, “কালচিনি ব্লক চা বাগান এলাকা। এই এলাকায় যক্ষার রোগী বেশি। সেদিকটা আমাদের নজরে রয়েছে। বাগানে শিবির করার কথা রয়েছে। আর কেউ বাদ যাচ্ছে কি না সেই বিষয়টি দেখা হবে।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 03, 2025 3:27 PM IST
