মেয়ে নিরুদ্দেশ, অসহায় বাবার সব লড়াই ব্যর্থ! শেষ রক্ষা হল না পঞ্চম শ্রেনীর ছাত্রীর

Last Updated:

Student murder case: মালদহে ছাত্রী খুনে অভিযুক্তের ফাঁসি চায় পরিবার, মুখ্যমন্ত্রীর কাছে হাতজোড় করে আবেদন বাবার।

+
সংগ্রহ

সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ

মালদহ: নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে হন্যে হয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে সিসিটিভি ফুটেজ জোগাড় করেছিলেন বাবা। বিভিন্ন রাস্তার মোড়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। দ্রুত মেয়েকে উদ্ধারের চেষ্টা ক্রমাগত চালিয়ে গিয়েছিলেন তিনি।
ঘটনার কয়েকদিন পর সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন মালদহের মৃত ছাত্রীর বাবা। তিনি মোট ১৪টি স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিলেন। কেবল একটি সিসিটিভি ফুটেজে মৃত মেয়ের পরনে কাপড় দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়। যে ছবিতে দেখা যায় তাঁর মেয়ে একটি বাইকে চড়ে যাচ্ছে।
আরও পড়ুন- মাধ‍্যমিকে কোনও অসুবিধা হলে কোন নম্বরে ফোন করবেন? নোট করে নিন এখনই
মৃত ছাত্রীর বাবার আরও দাবী করেন, একা শ্রীকান্ত কেশরী এই খুনের সঙ্গে যুক্ত নয়। আরও কেউ জড়িত রয়েছে। যে ভাবে মুন্ডছেদ করা হয়েছে, তা কখনো একা করা যাবে না।
advertisement
advertisement
পঞ্চম শ্রেনীর ছাত্রী খুনে জড়িত যুবক শ্রীকান্ত কেশরীর ফাঁসি চান ছাত্রীর পরিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে এমনই আর্জি ছাত্রীর বাবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শিব ঠাকুরের ভক্ত ছিল ওই ছাত্রী। অভিযুক্ত শ্রীকান্ত কেশরী শিব ঠাকুরের মন্দির দেখানোর প্রলোভন দিয়ে তাকে অপহরণ করে। পরিকল্পনা করে মেয়েকে খুন করা হয়েছে এমনই দাবী মৃত পঞ্চম শ্রেনীর ছাত্রীর বাবার।
advertisement
মৃত ছাত্রীর বাবা জানান, অভিযুক্ত শ্রীকান্ত কেশরী জানতেন সিসিটিভি কোথায় রয়েছে। আর কতদুর পর্যন্ত তাতে ছবি আসে। সেই অনুযায়ী ছক করে তাঁর মেয়েকে মোটরবাইকে তোলে।
এর পর শহরের রাস্তার মোড়ে লাগানো সিসিটিভি ফুটেজে যাতে ছবি না আসে, তাই মৃত পঞ্চম শ্রেনীকে হেলমেট পড়ানো হয়। অভিযুক্ত শ্রীকান্ত কেশরীও নিজের পরিচয় গোপণ রাখতে মুখ সম্পূর্ণ ঢেকে নিয়েছিল।
advertisement
আরও পড়ুন- প্রেমিকাকে নিয়ে একটু গোপনে সময় কাটাতে চান?এই পার্কের থেকে ভাল জায়গা আর হয় না
মৃত ছাত্রীর বাবা জানান, পুলিশের প্রক্রিয়ার নিয়ম তিনি জানেন না। তবে ১৪টি স্থানের সিসিটিভি সংগ্রহ করে পুলিশকে সরবরাহ করেছেন।মৃত ছাত্রীর বাবা মনোজ কেশরী বলেন, অভিযুক্ত পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক ভাল ছিল। তাঁর মেয়ে অভিযুক্তর বাড়িতে প্রায় যেত। তবে অভিযুক্তর শ্রীকান্ত কেশরীর চলন তাঁর ভাল লাগত না। মেয়েকে সাবধান করেছিলেন। কিন্তু প্রথমবার বাবার কথা রাখেনি মেয়ে। এই আপেক্ষই করছেন মৃতের বাবা।
advertisement
হরষিত সিংহ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মেয়ে নিরুদ্দেশ, অসহায় বাবার সব লড়াই ব্যর্থ! শেষ রক্ষা হল না পঞ্চম শ্রেনীর ছাত্রীর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement