Madhyamik 2024: মাধ্যমিকে কোনও অসুবিধা হলে কোন নম্বরে ফোন করবেন? নোট করে নিন এখনই
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
মাধ্যমিক পরীক্ষার আগে থানাভিত্তিক হেল্পলাইন নম্বর চালু করল আলিপুরদুয়ার জেলা পুলিশ।
আলিপুরদুয়ার: মাধ্যমিক পরীক্ষার আগে থানাভিত্তিক হেল্পলাইন নম্বর চালু করল আলিপুরদুয়ার জেলা পুলিশ। হেল্প ডেস্ক চালু হল আজ পরীক্ষার দিন থেকেই।
আলিপুরদুয়ার জেলাজুড়ে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করতে পুলিশ প্রশাসন যথেষ্ট উদ্যোী। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, “জেলায় এবার ৭০ টি পরীক্ষাগ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ার শহরে রয়েছে ১৭টি। কোনও পরীক্ষার্থীর যাতে অসুবিধা না হয় তার জন্য হেল্প ডেস্ক থাকছে।হেল্প লাইন নম্বর চালু হয়েছে থানাগুলির থেকে।”
ফালাকাটায় ১২ টি, কুমারগ্রামে ১২ টি সেন্টার রয়েছে। পাশাপাশি অন্য ব্লক গুলিতেও আগের মতো সেন্টার থাকছে। এবার আলিপুরদুয়ারে মোট ২১ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেজন্য জেলা পুলিশ ১৮টি হেল্প ডেক্স চালু করছে। সেখান থেকে পরীক্ষার্থীদের সমস্যা সমাধান করবে পুলিশ। আলিপুরদুয়ারের পুলিশের তরফে জানা যায় ১০০ নম্বরে ডায়াল করে পরীক্ষার্থীরা তাদের অসুবিধের কথা জানাতে পারবেন।এছাড়া থানা ভিত্তিক নম্বরও চালু করা হচ্ছে। তাতে পরীক্ষার্থীরা অসুবিধায় পড়লে ফোন করতে পারবেন।
advertisement
advertisement
পাশাপাশি এও জানানো হয়েছে, যদি পুলিশের নির্দেশ মানা না হয় তবে পুলিশ কঠোর ব্যাবস্থা নেবে। আলিপুরদুয়ারে অনেকগুলি বনবস্তি রয়েছে।সেখানকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ব্যাপারে বনদফতর ব্যবস্থা নেবে বলে জানা গিয়েছে।
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 02, 2024 4:03 PM IST