Love: প্রেমিকাকে নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে চান? এই পার্কের থেকে ভাল জায়গা আর হয় না!
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Love: প্রকৃতির মাঝে প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ জায়গা এই ইকো সিটি পার্ক।
জলপাইগুড়ি: জানুয়ারি পেরিয়ে চলছে ফেব্রুয়ারি। আর ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস। এবছর আবার সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে হওয়ায় বেজায় খুশি প্রেমিক-প্রেমিকারা। হাজার হোক সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে।
এই দিনগুলোয় প্রেমিকাকে সঙ্গে নিয়ে নিরিবিলিতে খানিক স্পেশাল সময় কাটাতে চায় বহু যুগলই। জলপাইগুড়ি ছোট্ট শহর হওয়ায় অনেকেই ভেবে পান না এই বিশেষ দিনগুলোয় সময় কাটানো যায় কোথায়।তাদের জন্য রইল মন ভালকরা একটি ঠিকানা।
advertisement
জলপাইগুড়ির রানীনগর ইকো সিটি পার্ক এখন থেকেই সেজে উঠেছে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। চারদিকে সবুজ গাছ, হরেক রকমের ফুলের বাহারে সেজেছে গোটা পার্ক চত্বর। প্রকৃতির মাঝে প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য দারুণ জায়গা এই ইকো সিটি পার্ক।
advertisement
পার্কের পাশ দিয়ে বয়ে চলে গিয়েছে ধরধরা নদী। নদীর দু’পাশ সাজানো গাছ দিয়ে। এমন মন শান্ত করা পরিবেশে প্রিয় মানুষের সঙ্গে সময় কাটালে মন ভালো হবেই হবে। তাই নয় এখানে মূলত দূর দূরান্তের মানুষ থাকার ব্যবস্থা রয়েছে এবং এই অসাধারণ শান্ত পরিবেশে আপনার সঙ্গীকে ঘুরে বেড়াতে আলাদাই আমেজ। শান্ত পরিবেশে পাখির কলতনে মন ভরিয়ে তোলে ঘুরতে আসা পর্যটকদের।
advertisement
—- সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2024 6:25 PM IST








