Siliguri News: স্বপ্ন ছুঁতে ফুটবল চ্যাম্পিয়ন লিগে দিল্লিতে পাড়ি প্রত্যন্ত চা বাগান এলাকার মেয়ের! স্বপ্ন ভারতীয় দলে খেলার

Last Updated:

North Bengal news: স্বপ্ন একটাই, ভারতীয় দলে খেলা! স্বপ্ন ছুঁতেই এবার প্রত্যন্ত চা বাগান এলাকা থেকে চাম্পিয়ান লিগ খেলতে দিল্লিতে পাড়ি! ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে বাবা-মা থেকে শুরু করে গোটা গ্রাম।

+
দিল্লি

দিল্লি যাওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি

শিলিগুড়ি: ছোট থেকেই চোখে একরাশ স্বপ্ন। পড়াশোনার পাশাপাশি মাঠে যাওয়াটা যেন একটা নেশা। প্রত্যন্ত গ্রাম বাংলার মেয়ের প্রতিভায় মুগ্ধ সকলে। কোথায় আছে? ইচ্ছে থাকলেই উপায় হয়, সেই কথাকে আবারো প্রমাণ করে দিল প্রত্যন্ত চা-বাগান এলাকার মেয়ে প্রতিজ্ঞা। খেলার পাশাপাশি অধিকাংশ সময় কাটে খেলার মাঠে। শুধু বাবা-মা নয়, গোটা গ্রামের মানুষের মুখ উজ্জ্বল করে এবার দিল্লিতে পাড়ি প্রতিজ্ঞার।
advertisement
advertisement
পড়াশোনার পাশাপাশি মাঠে বল নিয়ে দাপিয়ে বেড়ায় নবম শ্রেণীর এই ছাত্রী। একদিন ভারতীয় দলের হয়ে মাঠে নামাটাই একমাত্র চ্যালেঞ্জ। কলকাতার পর এবার দিল্লি চ্যাম্পিয়ন লিগ ফুটবল খেলার সুযোগ পেল খড়িবাড়ির প্রত্যন্ত গ্রাম দ্বারবক্সের প্রতিজ্ঞা! ছোটোবেলা থেকেই ফুটবলের প্রতি ভালোবাসা প্রতিজ্ঞার। হাতে খড়ি হয় নকশালবাড়ি রথখোলা ফুটবল একাডেমী থেকে। বিহার, কলকাতা, দার্জিলিং, কার্শিয়াং-সহ একাধিক প্রতিযোগিতায় খেলে সেরার সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে প্রতিজ্ঞা।
advertisement
খেলার পাশাপাশি দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে! নকশালবাড়ি চা-বাগানে শ্রমিক পরিবারের কন্যা প্রতিজ্ঞা আগামী দিনে ভারতীয় মহিলা ফুটবল দলে খেলবে বলে আশাবাদী প্রতিজ্ঞার বাবা ও তার ফুটবল কোচ বিদ্যুৎ দাস! এর আগেও কলকাতায় জুনিয়র মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়েছিল প্রতিজ্ঞা। আগামী ২৬শে মার্চ দিল্লিতে চ্যাম্পিয়ন লিগ ফুটবল খেলার সুযোগ পেয়ে খুশি প্রতিজ্ঞা নিজেও! মেয়ে এলাকার নাম উজ্জ্বল করুক আশা প্রতিজ্ঞার বাবার।
advertisement
অন্যদিকে এ বিষয়ে প্রতিজ্ঞা বলেন, “ভারতের হয়ে খেলার ইচ্ছেটা বরাবরই ছিল। সেই একটাই স্বপ্ন আমার। ছোট থেকেই বাবা অনুপ্রেরণা জাগিয়েছে। বাবার সাথে মাঠে খেলতে যেতাম। আমাকে আরও অনেক প্র্যাকটিস করতে হবে।” মুখে অদম্য সাহস আর মনে ইচ্ছাশক্তি, এই দুই থাকলে কোন কিছুই যে বাধা হয়ে দাঁড়াবে না তা আবারও প্রমাণ করল দ্বাদশ শ্রেণীর ছাত্রী প্রতিজ্ঞা। দিল্লি চ্যাম্পিয়ন লীগ খেলার জন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: স্বপ্ন ছুঁতে ফুটবল চ্যাম্পিয়ন লিগে দিল্লিতে পাড়ি প্রত্যন্ত চা বাগান এলাকার মেয়ের! স্বপ্ন ভারতীয় দলে খেলার
Next Article
advertisement
Monthly Horoscope November 2025: রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল নভেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল নভেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement