ঝাঁকে, ঝাঁকে ময়ূর...! পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্র নরাহারা ড্যাম, ময়ূর দেখার আদর্শ স্থান!

Last Updated:

Travel: হাতে দু-দিন সময় থাকলে কাছেপিঠে বেড়াতে যাওয়ার জন্য অনেকের কাছেই পছন্দের ডেসটিনেশন হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া। এই জেলার প্রাকৃতিক পরিবেশ মন ভাল করে দেয় পর্যটকদের। পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম নরাহারা ড্যাম। 

+
অফবিট

অফবিট পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়  নরাহারা

ঝালদা, পুরুলিয়া : হাতে দু-দিন সময় থাকলে কাছেপিঠে বেড়াতে যাওয়ার জন্য অনেকের কাছেই পছন্দের ডেসটিনেশন হয়ে উঠেছে সুন্দরী পুরুলিয়া। এই জেলার প্রাকৃতিক পরিবেশ মন ভাল করে দেয় পর্যটকদের। পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম নরাহারা ড্যাম।
বেড়ানোর পাশাপাশি এই ড্যামে বাড়তি আকর্ষণ ময়ূর দেখা। শীতের এই সময়তে ঝাঁকে, ঝাঁকে ময়ূর দেখতে পাওয়া যায় এই নরাহারা ড্যামে। আশেপাশের বিভিন্ন জমিগুলিতে ময়ূর বিচরণ করতে দেখা যায় এই সময়তে।
advertisement
advertisement
পর্যটনে বাড়তি আকর্ষণ এই ময়ূর। যা দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় করে। এ বিষয়ে গ্রামের বাসিন্দা রহিন মাহাতো ও লোচন মাহাতো বলেন,  শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে তাদের এই এলাকায়। বহু মানুষ ভিড় করেন এখানে।
অসংখ্য ময়ূর রয়েছে নরাহারা ড্যাম ও পাহাড় জুড়ে। ময়ূরগুলি প্রতিদিন পাহাড় থেকে নীচে নেমে এসে ধানক্ষেত ও আশেপাশের এলাকায় ঘুরে বেড়ায়। ‌তারা প্রায় প্রতিদিনই ময়ূর দেখতে পান। পর্যটকেরাও ময়ূর দেখতে ছুটে আসেন এই সময়।
advertisement
পুরুলিয়ার গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রগুলির মধ্যে অন্যতম নরাহারা ড্যাম। অনেকেই পিকনিকের জন্য নিরিবিলি এই অফবিট পিকনিক স্পটে আসেন। এই ড্যামের স্বচ্ছ জলরাশি ও স্নিগ্ধ পরিবেশ ভ্রমণ প্রেমীদের মনে দাগ কাটে।‌ ঝালদা শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরেই অবস্থিত এই ড্যাম। ‌
advertisement
ট্রেনে বা বাসে করে ঝালদা গিয়ে, যে-কোনও টোটো গাড়ি রিজার্ভ করে অনায়াসেই এই ড্যাম থেকে ঘুরে আসা যায়। এই ড্যামের কাছে গড়ে ওঠেনি কোনও হোটেল, রিসোর্ট, হোমস্টে। তাই এখানে থাকার কোনও ব্যবস্থা নেই। নির্জন, নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য আদর্শ এই নরাহারা ড্যাম।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ঝাঁকে, ঝাঁকে ময়ূর...! পুরুলিয়ার অফবিট পর্যটন কেন্দ্র নরাহারা ড্যাম, ময়ূর দেখার আদর্শ স্থান!
Next Article
advertisement
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের, খোলা মনে আলোচনায় বসার পরামর্শ রাজ্যকে
'কোভিড যদি আবার ফেরত না আসে...' চিংড়িহাটা মেট্রো মামলায় মন্তব্য আদালতের
  • কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনওদিনই কমবে না। চিংড়িহাটা মেট্রো প্রকল্প সংক্রান্ত মামলায় এমনটাই মন্তব্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। একইসঙ্গে রাজ্যকে খোলা মনে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে আদালত

VIEW MORE
advertisement
advertisement