Jaggery Side Effects: শীতে গুড় খাওয়ার অনেক উপকারিতা! কাদের জন্য খেলেই সর্বনাশ...? শরীরে বাসা বাঁধবে নাছোড় নানা রোগ, জানুন বিশেষজ্ঞের মত
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Jaggery Side Effects: শীতের মরসুমে গুড় খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। এই ঋতুতে অনেকে বাড়িতে এক গ্লাস দুধের সঙ্গে একটু গুড় খান। কিন্তু আপনি কি জানেন যে প্রতিদিন গুড় খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য ভাল?
advertisement
শীতকালে গুড় খাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। বেশিরভাগ বাঙালিই খেয়ে উঠে একটু মিষ্টি কিছু খেতে পছন্দ করেন। তাই, খাওয়াদাওয়ার পর অনেকেই বাড়িতে এক গ্লাস দুধের সঙ্গে একটু গুড় খাওয়ার বা শুধু গুড় খাওয়ার রেওয়াজ রয়েছে। অনেকে গুড় দিয়ে নানারকম মিষ্ট পদ বানিয়েও খাদ্যতালিকায় যোগ করেন। আর শীতকাল মানেই গুড়ের মনোরম সুবাস! কিন্তু প্রতিদিন গুড় খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভাল? এক নজরে দেখে নেওয়া যাক কাদের গুড় এড়িয়ে চলা উচিত।
advertisement
বেশিরভাগ মানুষ শীতে খাবারের পর গুড় খান। তাঁরা মনে করে এটি নিরাপদ, কারণ এতে চিনি থাকে না। কিন্তু এখানেই তাঁরা একটি বড় ভুল করে ফেলেন। ১০০ গ্রাম গুড়ে প্রায় ৩৮৩ ক্যালোরি থাকে। তাই, প্রতিদিন এটি খেলে রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে চিনি এবং গুড়, যতই ভাল হোক না কেন, শরীরে গ্লুকোজে রূপান্তরিত হয়। তাই, চিনির মতো গুড়ও রক্তে শর্করার মাত্রা বাড়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement









