South 24 Parganas News: কনকনে ঠান্ডায় গরম গরম পাটিসাপটা থেকে দুধপুলি, সব দোকানে উপচে পড়া ভিড়! উপার্জনের নয়া দিশা পাচ্ছেন মহিলারা

Last Updated:
 South 24 Parganas News: গড়িয়া বরদা প্রসাদ স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পিঠে-পুলি উৎসব ও হস্তশিল্প মেলা
1/6
শীতের মরসুমে বাঙালির ঐতিহ্য আর স্বাদের মিলনস্থল হয়ে উঠেছে। গড়িয়া বরদা প্রসাদ স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পিঠে-পুলি উৎসব ও হস্তশিল্প মেলা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। (তথ্য ও ছবি - সুমন সাহা)
শীতের মরসুমে বাঙালির ঐতিহ্য আর স্বাদের মিলনস্থল হয়ে উঠেছে। গড়িয়া বরদা প্রসাদ স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে পিঠে-পুলি উৎসব ও হস্তশিল্প মেলা। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
2/6
এই মেলার মাঠ জুড়ে রয়েছে নানান রকমের পিঠে-পুলির স্টল। সরুচাকলি, গুড়পিঠে, পাটিসাপটা, চিতইপিঠে, গোকুল পিঠে সহ আরও নানা ধরনের লোভনীয় খাবারের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
এই মেলার মাঠ জুড়ে রয়েছে নানান রকমের পিঠে-পুলির স্টল। সরুচাকলি, গুড়পিঠে, পাটিসাপটা, চিতইপিঠে, গোকুল পিঠে সহ আরও নানা ধরনের লোভনীয় খাবারের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
advertisement
3/6
রাজ্যের ২২  জেলার আগত শিল্পীদের দ্বারা তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, মাটির কাজ, শোলা, বাঁশ ও কাপড়ের শিল্পকর্ম মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এই উৎসবের মাধ্যমে একদিকে যেমন বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
রাজ্যের ২২  জেলার আগত শিল্পীদের দ্বারা তৈরি বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, মাটির কাজ, শোলা, বাঁশ ও কাপড়ের শিল্পকর্ম মেলার আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। এই উৎসবের মাধ্যমে একদিকে যেমন বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।
advertisement
4/6
আয়োজিত পিঠে পুলি উৎসব ও হস্তশিল্প মেলা ছিল বাঙালির লোকজ সংস্কৃতি, স্বাদের ঐতিহ্য ও সৃজনশীলতার এক প্রাণবন্ত উদযাপন। নানান রকমের ঘরে বানানো পিঠে-পুলি যেমন পাটিসাপটা, দুধপুলি, ভাপা পিঠে, চিতই পিঠে মানুষের মনে ফিরিয়ে আনল শীতের আমেজ ও শিকড়ের টান।
আয়োজিত পিঠে পুলি উৎসব ও হস্তশিল্প মেলা ছিল বাঙালির লোকজ সংস্কৃতি, স্বাদের ঐতিহ্য ও সৃজনশীলতার এক প্রাণবন্ত উদযাপন। নানান রকমের ঘরে বানানো পিঠে-পুলি যেমন পাটিসাপটা, দুধপুলি, ভাপা পিঠে, চিতই পিঠে মানুষের মনে ফিরিয়ে আনল শীতের আমেজ ও শিকড়ের টান।
advertisement
5/6
স্থানীয় শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক স্বাবলম্বনের পথও আরও সুদৃঢ় হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সংস্কৃতি, স্বাদ ও স্বনির্ভরতার এই সুন্দর মিলনমেলা সকলের মিলিত অংশগ্রহণে হয়ে উঠল এক স্মরণীয় উৎসব।
স্থানীয় শিল্পী ও স্বনির্ভর গোষ্ঠীর আর্থিক স্বাবলম্বনের পথও আরও সুদৃঢ় হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সংস্কৃতি, স্বাদ ও স্বনির্ভরতার এই সুন্দর মিলনমেলা সকলের মিলিত অংশগ্রহণে হয়ে উঠল এক স্মরণীয় উৎসব।
advertisement
6/6
শীতের আমেজে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য এই মেলা হয়ে উঠেছে এলাকার মানুষের অন্যতম আকর্ষণ। ঘর সাজানোর হাতের তৈরি আসবাবপত্র, সাজগোজের নানা সামগ্রী ও রঙিন পোশাকের সম্ভারে মন ভরছে ক্রেতাদের। (তথ্য ও ছবি - সুমন সাহা)
শীতের আমেজে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য এই মেলা হয়ে উঠেছে এলাকার মানুষের অন্যতম আকর্ষণ। ঘর সাজানোর হাতের তৈরি আসবাবপত্র, সাজগোজের নানা সামগ্রী ও রঙিন পোশাকের সম্ভারে মন ভরছে ক্রেতাদের। (তথ্য ও ছবি - সুমন সাহা)
advertisement
advertisement
advertisement