বড় চাকরির সুযোগ: রেলওয়ে গ্রুপ-D পদের বিজ্ঞপ্তি প্রকাশ! আবেদন শুরু ২১ জানুয়ারি থেকে...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
রেলওয়ে গ্রুপ D নিয়োগ ২০২৫: ২২ হাজার শূন্যপদ
রেলওয়েতে গ্রুপ D পদে ২২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগের শর্ট নোটিফিকেশন ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল। এবার নতুন নোটিফিকেশন জারি করে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে।
রেলওয়ে গ্রুপ D নিয়োগ ২০২৫: ২২ হাজার শূন্যপদরেলওয়েতে গ্রুপ D পদে ২২ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। এই নিয়োগের শর্ট নোটিফিকেশন ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল। এবার নতুন নোটিফিকেশন জারি করে আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে।প্রার্থীরা ২১ জানুয়ারি ২০২৫ থেকে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
বেতনমাসিক বেতন: ২২,৫০০ টাকা থেকে ২৫,৩৮০ টাকাকাট-অফজেনারেল: ৪০EWS: ৪০OBC (নন ক্রিমি লেয়ার): ৩০SC / ST: ৩০যে ভাষাগুলিতে পরীক্ষা হবেঅসমিয়া, বাংলা, গুজরাতি, কন্নড়, কোঙ্কণী, মালয়ালম, মণিপুরি, মারাঠি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলুগু, উর্দুকীভাবে আবেদন করবেনঅফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in-এ যানহোমপেজে Apply Online লিঙ্কে ক্লিক করুনNew Registration-এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিনরেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে লগইন করুনআবেদন ফি (যদি প্রযোজ্য হয়) জমা দিনফর্মের একটি প্রিন্টআউট রেখে দিন






