Airport Metro Station Power Cut: ৩০ মিনিট ঘুটঘুটে অন্ধকারে ডুবে থাকল বিমানবন্দর মেট্রো স্টেশন, বন্ধ লিফট-এসক্যালেটর! যাত্রীদের ভরসা মোবাইলের টর্চ

Last Updated:
লোডশেডিংয়ের জেরে বিমানবন্দর মেট্রো স্টেশনের ভিতরে সমস্ত আলো নিভে যায়, বন্ধ হয়ে যায় লিফট- এসক্যালেটরও৷
1/6
বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার নামল কলকাতা বিমানবন্দরের জয় হিন্দ মেট্রো স্টেশনে৷ এ দিন সন্ধে সাড়ে সাতটা সমস্যার সূত্রপাত হয় বলে খবর৷ দীর্ঘক্ষণ অন্ধকারে ডুবে থাকে প্ল্যাটফর্ম এবং মেট্রো স্টেশন চত্বর৷
বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকার নামল কলকাতা বিমানবন্দরের জয় হিন্দ মেট্রো স্টেশনে৷ এ দিন সন্ধে সাড়ে সাতটা সমস্যার সূত্রপাত হয় বলে খবর৷ দীর্ঘক্ষণ অন্ধকারে ডুবে থাকে প্ল্যাটফর্ম এবং মেট্রো স্টেশন চত্বর৷
advertisement
2/6
মেট্রো সূত্রে খবর, লোডশেডিংয়ের কারণেই এই সমস্যা৷ যদিও এর জন্য মেট্রো চলাচল ব্যাহত হয়নি৷ অন্ধকারের মধ্যেই কোনওক্রমে মোবাইলের টর্চ জ্বালিয়ে যাতায়াত করেন যাত্রীরা৷
মেট্রো সূত্রে খবর, লোডশেডিংয়ের কারণেই এই সমস্যা৷ যদিও এর জন্য মেট্রো চলাচল ব্যাহত হয়নি৷ অন্ধকারের মধ্যেই কোনওক্রমে মোবাইলের টর্চ জ্বালিয়ে যাতায়াত করেন যাত্রীরা৷
advertisement
3/6
লোডশেডিংয়ের জেরে বিমানবন্দর মেট্রো স্টেশনের ভিতরে সমস্ত আলো নিভে যায়, বন্ধ হয়ে যায় লিফট- এসক্যালেটরও৷ এমনিতেই বিমানবন্দর মেট্রো স্টেশনে এখনও সেভাবে ভিড় হয়না৷ ফলে বিরাট স্টেশন চত্বরে অন্ধকারের মধ্যে আরও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷
লোডশেডিংয়ের জেরে বিমানবন্দর মেট্রো স্টেশনের ভিতরে সমস্ত আলো নিভে যায়, বন্ধ হয়ে যায় লিফট- এসক্যালেটরও৷ এমনিতেই বিমানবন্দর মেট্রো স্টেশনে এখনও সেভাবে ভিড় হয়না৷ ফলে বিরাট স্টেশন চত্বরে অন্ধকারের মধ্যে আরও আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷
advertisement
4/6
যাত্রীদের সাহায্যে অবশ্য মেট্রো রেলের কর্মী এবং আরপিএফ জওয়ানরাও এগিয়ে আসেন৷ সার্চলাইট নিয়ে তাঁরাও যাত্রীদের সাহায্যে এগিয়ে আসেন৷ মাইকে ট্রেন আসা যাওয়ার ঘোষণাও করা হয়৷
যাত্রীদের সাহায্যে অবশ্য মেট্রো রেলের কর্মী এবং আরপিএফ জওয়ানরাও এগিয়ে আসেন৷ সার্চলাইট নিয়ে তাঁরাও যাত্রীদের সাহায্যে এগিয়ে আসেন৷ মাইকে ট্রেন আসা যাওয়ার ঘোষণাও করা হয়৷
advertisement
5/6
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিইএসসি-র থেকে মেট্রো রেলের কাছে যে ফিড আসে, তাতে সমস্যা হওয়ার কারণেই এই বিভ্রাট দেখা দিয়েছে৷ ইলেক্ট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ারদের সমস্যা খতিয়ে দেখতে বলা হয়েছে৷
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সিইএসসি-র থেকে মেট্রো রেলের কাছে যে ফিড আসে, তাতে সমস্যা হওয়ার কারণেই এই বিভ্রাট দেখা দিয়েছে৷ ইলেক্ট্রিক্যাল বিভাগের ইঞ্জিনিয়ারদের সমস্যা খতিয়ে দেখতে বলা হয়েছে৷
advertisement
6/6
শেষ পর্যন্ত রাত ৮টা নাগাদ বিদ্যুৎ সংযোগ ফিরে আসে৷ যাত্রীদের প্রশ্ন, বিদ্যুৎ বিভ্রাট হলেও তার বিকল্প কোনও ব্যবস্থাও কেন কাজ করল না৷ অন্ধকার স্টেশনে চলাফেরার সমস্যা তো বটেই, এসক্যালেটর বন্ধ থাকায় ভুগর্ভস্থ স্টেশনে ওঠানামা করতেও সমস্যায় পড়েন যাত্রীরা৷
শেষ পর্যন্ত রাত ৮টা নাগাদ বিদ্যুৎ সংযোগ ফিরে আসে৷ যাত্রীদের প্রশ্ন, বিদ্যুৎ বিভ্রাট হলেও তার বিকল্প কোনও ব্যবস্থাও কেন কাজ করল না৷ অন্ধকার স্টেশনে চলাফেরার সমস্যা তো বটেই, এসক্যালেটর বন্ধ থাকায় ভুগর্ভস্থ স্টেশনে ওঠানামা করতেও সমস্যায় পড়েন যাত্রীরা৷
advertisement
advertisement
advertisement