Tab Scam: ট্যাব কেলেঙ্কারিতে বিরাট তথ্য ফাঁস! এবার যা সামনে এল, জানলে চমকে যাবেন...

Last Updated:

Tab Scam: মালদহে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ১৮০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। মালদহেও ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ভিন রাজ্যের যোগ মিলল।

ট্যাব কেলেঙ্কারিতে বিরাট তথ্য ফাঁস!
ট্যাব কেলেঙ্কারিতে বিরাট তথ্য ফাঁস!
মালদহ: মালদহে ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ১৮০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। মালদহেও ট্যাব কেলেঙ্কারির ঘটনায় ভিন রাজ্যের যোগ মিলল। জেলার অন্তত ১৩ জন পড়ুয়ার টাকা জমা পড়েছে ভিন রাজ্যের বিভিন্ন অ্যাকাউন্টে। মালদা থেকে পড়ুয়াদের টাকা উধাওয়ের ঘটনায় ঝাড়খন্ড, ছত্রিশগড় ও ওড়িশার যোগ। ঝাড়খণ্ডের সাতটি, ছত্রিশগড়ের পাঁচটি এবং ওড়িশার একটি অ্যাকাউন্টের খোঁজ মিলল। ভিন ওই রাজ্যের অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া শুরু।
ব্যাঙ্ক ও প্রশাসন সূত্রের খবর, মালদা জেলায় ১৯৩ জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে। এর মধ্যে ১৮০টি অ্যাকাউন্ট ইতিমধ্যেই ফ্রিজ বা লেনদেন বন্ধ করা হয়েছে। তবে, অর্ধেক অ্যাকাউন্ট থেকেই ট্যাবের টাকা তুলে নেওয়াও হয়েছে বলে মনে করছেন ব্যাঙ্ক কর্তারা।
advertisement
advertisement
সূত্র মারফত জানাগিয়েছে, যে ১৮০টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেগুলির মধ্যে কোন অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তার তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে, সেইসব অ্যাকাউন্টের ট্রানজেকশন আইডি, আইপি এড্রেস এবং লোকেশন চিহ্নিত করে টাকা উদ্ধারের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি, এইসব তথ্য থেকে অপরাধীদের চিহ্নিত করে ধরপাকড় ও গ্রেফতারের প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু করবে মালদা পুলিশ।
advertisement
মালদহে প্রশাসনের সঙ্গে বিভিন্ন ব্যাঙ্কের সমন্বয়ের ভারপ্রাপ্ত লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার অমিতাভ কীর্তনীয়া বলেন, প্রশাসন থেকে আমাদের ১৯৩ টি অ্যাকাউন্টের বিষয়ে জানানো হয়েছে। ভিন রাজ্যের কয়েকটি অ্যাকাউন্ট বাদ দিলে বাকি সমস্ত অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সমস্ত অ্যাকাউন্টের ডিটেইলস তথ্য মিলবে। পুলিশের হাতে সেই তথ্য তুলে দেওয়া হবে।
advertisement
মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, পূর্ব বর্ধমান পুলিশের সঙ্গে যৌথ অভিযানে ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে যাওয়ার ঘটনায় মালদহের চারজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব মালদহের পড়ুয়াদের টাকা অন্য একাউন্টে যাওয়ার বিষয়টির ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tab Scam: ট্যাব কেলেঙ্কারিতে বিরাট তথ্য ফাঁস! এবার যা সামনে এল, জানলে চমকে যাবেন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement