South Dinajpur News: বদলে যাবে পুরো এলাকা! ১০ কোটি টাকা ব্যয়ে উত্তরবঙ্গে তৈরি হচ্ছে বিশাল প্রোজেক্ট
- Reported by:Susmita Goswami
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
নতুন এই প্রকল্প শুরু হলে পুর এলাকায় জমে থাকা ময়লা তা যেমন দ্রুত পরিষ্কার করা সম্ভব হবে।
দক্ষিণ দিনাজপুর: পরিবেশ দূষণ রোধে এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করার লক্ষ্যে বালুরঘাট পুরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের নগরোন্নয়ন দফতরের সহযোগিতায় উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরির কাজ শুরু। পুরসভার পক্ষ থেকে জানা যায়, নগর উন্নয়ন দফতরের পক্ষ থেকে ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। যা মূলত বালুরঘাট পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে জমে থাকা আবর্জনার বৈজ্ঞানিক পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য গড়ে তোলার প্রক্রিয়া।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে জানান, “ডাম্পিং গ্রাউন্ডের উন্নয়নের পাশাপাশি এখানে আধুনিক ড্রেনেজ সিস্টেম, গার্ড রুম এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে পুরসভার বর্জ্য ব্যবস্থাপনায় উন্নতি ঘটবে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে থাকা ছাড়াও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই উদ্যোগ কার্যকরী ভূমিকা নেবে।”
advertisement
advertisement
পুরসভার পক্ষ থেকে জানা যায়, নতুন এই প্রকল্প শুরু হলে পুর এলাকায় জমে থাকা ময়লা তা যেমন দ্রুত পরিষ্কার করা সম্ভব হবে, পাশাপাশি প্রকল্পে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় চলবে। বাড়ি বাড়ি ঘুরে পুরসভার সাফাই কর্মীরা যে আবর্জনা সংগ্রহ করেন তার সেগ্রিগেশন সেপারেশন যেমন হবে, তেমনি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য পদার্থ গুলি নির্দিষ্ট পদ্ধতিতে পুনর্ব্যবহারযোগ্য করার প্রক্রিয়ায় নিয়ে যাওয়া হবে।
advertisement
আরও পড়ুন: একঘেয়ে নুডলস আর নয়! শীতের সন্ধ্যাকালীন আড্ডায় বানিয়ে ফেলুন রুটির চাউমিন! রইল রেসিপি, ভীষণ উপকারি!
এদিন চেয়ারম্যান নিজে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি আশাবাদী, দ্রুত এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে বালুরঘাট শহর পরিচ্ছন্নতার নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 27, 2024 3:50 PM IST








