আচমকা ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল ছেলে! বাবাকে এলোপাথাড়ি কোপ, শিউরে ওঠা খুনের অভিযোগ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার বাঁশপোখর এলাকায়।
চঞ্চল মোদক, উত্তর দিনাজপুর: বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার বাঁশপোখর এলাকায়। মৃত ব্যক্তির নাম জামিল আকতার বয়স আনুমানিক (৬০)। অভিযুক্ত ছেলে মুজাহিদ আলমকে আটক করেছে পুলিশ। ছেলে মানসিক ভারসাম্যহীন দাবি পরিবারের।
পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার ভোররাতে আচমকায় জামিল আকতারের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার ছেলে। এরপর ধারালো অস্ত্র দিয়ে নিজের বাবাকে কোপাতে শুরু করে। চিৎকার চেঁচামেচিতে পরিবারের লোকজন ছুটে আসলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
advertisement
advertisement
অন্যদিকে গলার উপরের অংশে গভীর আঘাত থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় জামিল আকতারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতন্ত্রের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। শনিবার সকালে অভিযুক্ত ছেলে মুজাহিদ আলমকে আটক করে গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2025 4:57 PM IST

