Snake Bite : মহিলার কাণ্ডে তুমুল হইচই হাসপাতালে, কামড় খেয়ে সাপ সমতে হাজির চিকিৎসকের কাছে! সাহস দেখে অবাক সবাই
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Snake Bite : সাপের কামড়ে অসুস্থ মহিলা। চিনতে না পেরে সাপ নিয়েই হাজির হাসপাতালে। চাঞ্চল্য ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। প্লাস্টিকের কৌটায় ভরে সাপ নিয়ে আসেন হাসপাতালে।
ধূপগুড়ি, জলপাইগুড়ি, রকি চৌধূরী : সাপের কামড়ে অসুস্থ মহিলা। চিনতে না পেরে সাপ নিয়েই হাজির হাসপাতালে। চাঞ্চল্য ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। জানা গিয়েছেন সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তারপর চিকিৎসার জন্য হাসপাতালে যান তিনি। সঙ্গে নিয়ে যান কামড় দেওয়া সাপটিকে।
হাসপাতালে মহিলার কাণ্ড দেখে রীতিমতো হকচকিয়ে যান হাসপাতালে উপস্থিত অন্যরা। সাপটি বিষধর কি না, তা জানতেই তিনি সাপটিকেও সঙ্গে করে নিয়ে হাজির হন হাসপাতালে। যে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার ঝাড় শালবাড়ি এলাকার ঘটনা। সাপের কামড়ে অসুস্থ ওই মহিলার নাম দুলালী দাস (২৮)।
advertisement
আরও পড়ুন : এই পোস্ট অফিসে গেলে বাড়ি ফেরার কোনও ‘গ্যারান্টি’ নেই! কর্মী, গ্রাহক সকলের মাথায় ছাতা! কী চলছে এখানে?
advertisement
জানা গিয়েছে, নিজের দোকানে বসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করছিলেন দুলালীদেবী। হঠাৎ হাতের আঙুলে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। লক্ষ্য করে দেখেন রক্তক্ষরণ হচ্ছে। আতঙ্কে তড়িঘড়ি গোটা দোকান তল্লাশি শুরু করেন এবং দেখতে পান একটি ছোট্ট সাপ দোকানের জিনিসের ওপর দিয়ে ঘুরছে। সাপটিকে চিনতে না পেরে সাহস করে তিনি সেটিকে একটি প্লাস্টিকের কৌটায় ভরে নিয়ে আসেন হাসপাতালে।
advertisement
আরও পড়ুন : কী চাষ করলে লাভবান হবেন? এবার চিন্তার দিন শেষ, ‘এই’ ডিভাইস করবে কামাল! SMS’এ মিলবে সব তথ্য
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কল্লোল কর যখন জানতে চান, কোন সাপ কামড় দিয়েছে, সেই ব্যাপারে। তখন রোগী ও পরিবারের লোকজন কৌট খুলে সাপটি দেখান। মুহূর্তে চমকে ওঠেন হাসপাতালের কর্মী থেকে চিকিৎসক সকলে। তবে পরবর্তীতে দেখা যায়, সাপটি আসলে সম্পূর্ণ নির্বিষ। চিকিৎসক কল্লোল কর নিজে সাপটি হাতে তুলে নিয়ে রোগী ও পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। তিনি জানান, এটি পঙ্খিরাজ সাপ বা Trinket Snake, যা সম্পূর্ণ নির্বিষ। বর্তমানে দুলালী দাস ধূপগুড়ি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 16, 2025 10:25 AM IST