Agriculture AI Technology : কী চাষ করলে লাভবান হবেন? এবার চিন্তার দিন শেষ, 'এই' ডিভাইস করবে কামাল! SMS'এ মিলবে সব তথ্য

Last Updated:

Agriculture AI Technology : কৃষকদের মুসকিল আসান। জমিতে এই ডিভাইস লাগানো থাকলে বোঝা যাবে জমির মাটির অবস্থা কেমন,কোন রাসায়নিক ব্যবহার করতে হবে,কী চাষ করলে ভাল হবে, সবকিছু।

+
ডিভাইস

ডিভাইস

বর্ধমান,সায়নী সরকার: কৃষকদের মুসকিল আসান। জমিতে এই ডিভাইস লাগানো থাকলে সহজেই বোঝা যাবে জমির মাটির অবস্থা কেমন,কোন রাসায়নিক ব্যবহার করতে হবে। এমনকি কোন জমিতে কোন ফসল ভাল হবে, তাও বোঝা যাবে এই ডিভাইসের সাহায্যে। জমিতে এই ডিভাইস লাগানো থাকলেই সময় মত আপনার ফোনে চলে যাবে এসএমএস। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কৃষি সংক্রান্ত সফটওয়্যার ও ডিভাইস তৈরি করে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি পেয়েছেন বর্ধমানের অয়ন।
বর্ধমানের কাঁটাপুকুর এলাকার বাসিন্দা অয়ন ঘোষ। ছোট থেকেই নানান বিষয়ে বিজ্ঞানের প্রযুক্তি প্রয়োগের শখ ছিল তাঁর। বর্ধমানের ইউআইটি থেকে ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে স্নাতক করেছেন। বর্তমানে তিনি একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। অয়নের তৈরি সফটওয়্যার ও ডিভাইস সহজেই কৃষকদের চাষাবাদ সংক্রান্ত বিষয়ে নানান তথ্য প্রদান করতে সহায়তা করবে। এই ডিভাইস জমিতে লাগানো থাকলেই হোয়াটস অ্যাপ-এর মাধ্যমে নোটিফিকেশন চলে আসবে ফোনে। তবে স্মার্টফোন না থাকলেও এই ডিভাইস ব্যবহার করতে পারবেন। সে ক্ষেত্রে এসএমএসের মাধ্যমে তথ্য জানতে পারবেন কৃষকরা।
advertisement
advertisement
আন্তর্জাতিকস্তরের প্রতিযোগিতাতেও অয়নের তৈরি এই ডিভাইস স্থান পেয়েছে সেরা পাঁচে। তবে এই প্রথম নয়। এর আগেও তাঁর তৈরি সফটওয়্যার স্থান করে নিয়েছিল আন্তর্জাতিক স্তরে। যে সফটওয়্যারের মাধ্যমে কৃষকরা তাদের এলাকার আবহাওয়া সম্পর্কে আগাম জানতে পারবেন এবং সতর্ক হতে পারবেন। পাশাপাশি তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন এবং সহজেই তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। অয়ন ঘোষ জানান,আমার দাদু কৃষক ছিলেন। ছোট থেকে দেখে আসছি চাষের ক্ষেত্রে অনেক সমস্যা। হঠাৎ মেঘ,বৃষ্টি ফলে অনেক সময় ফসল নষ্ট হয়ে যেত। সেই থেকেই মাথায় ছিল কিছু একটা বানাবো। আমি গত বছর একটি সফটওয়্যার বানিয়েছিলাম, যা আগাম আবহাওয়ার সর্তকতা দেবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে আমি একটি ডিভাইস বানিয়েছি যা কৃষকদের জমির মাটির অবস্থা সহ নানান আপডেট দেবে। এতে চাষিদের কৃষিকাজ আরও সাহায্য হবে। ছেলের এই সাফল্যে খুশি গোটা পরিবার। তাঁরা চান আগামীর যাতে এই ভাবেই এগিয়ে যায় অয়ন। অয়নের বাবা জানান, ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি খেলনা কিনে এনে সেইগুলিকে খুলে দেখতো কি আছে। আবার সেইগুলি নিজের মত করে ঠিক করত। বর্তমানে তাঁর তৈরি ডিভাইস চাষিদের উপকৃত করবে। ছেলের জন্য আমরা গর্বিত। অয়ন ঘোষের এই আবিষ্কার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে কৃষি ক্ষেত্রে আরও অগ্রগতি আনবে এবং কৃষকরা আরও বেশি উপকৃত হবে বলে আশা প্রকাশ করেছেন সকলে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture AI Technology : কী চাষ করলে লাভবান হবেন? এবার চিন্তার দিন শেষ, 'এই' ডিভাইস করবে কামাল! SMS'এ মিলবে সব তথ্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement