Wooden Mela : জলের দরে মিলছে খাট, আলমারি, শোকেশ! কাঠের মেলা থেকে খালি হাতে ফিরছেন না কেউ! কোথায় গেলে পাবেন এই অফার?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Wooden Mela 2025 : জলের দরে মিলছে একাধিক কাঠের সামগ্রী। খাট থেকে আলমারি, কি নেই মালদহের ঐতিহ্যবাহী চারু শেঠের মেলায়। এই মেলা আজও বয়ে চলেছে দেড়শ বছরের ইতিহাস।
মালদহ, জিএম মোমিন: জলের দরে মিলছে একাধিক কাঠের সামগ্রী। খাট থেকে আলমারি, কি নেই মালদহের ঐতিহ্যবাহী চারু শেঠের মেলায়। এই মেলা আজও বয়ে চলেছে দেড়শ বছরের ইতিহাস। এই মেলায় আসলে খাট না কিনে ফিরছেন না কেউই। জলের দরে মিলছে একাধিক কাঠের সামগ্রী। পুরাতন মালদহের থানা সংলগ্ন এলাকায় মহানন্দা নদীর তীরে বসেছে ঐতিহ্যবাহী চারু শেঠের কাঠের মেলা।
প্রতিবছরই লক্ষ্মী পুজোর প্রায় সাত দিন পর এই মেলার আসর বসে। এবং কালীপুজোর একদিন আগে শেষ হয়। প্রায় সাত দিনব্যাপী এই মেলায় দোকানপাট নিয়ে আসেন জেলা সহ ভিন জেলার ব্যবসায়ীরা। মূলত কাঠের সামগ্রী তৈরি করে বিক্রি করেন। খাট, টেবিল, চেয়ার, আলমারি, শোকেস সহ বাড়ির সমস্ত রকম কাঠের আসবাবপত্র বিক্রি হয় এই মেলায়।
advertisement
আরও পড়ুন : মুখ থুবড়ে পড়েছে কৃষিকাজ, ভেসে গিয়েছে জমি! জল নামতেই সামনে ভয়ঙ্কর রিপোর্ট, কতটা ক্ষতি হল উত্তরে?
advertisement
এক ক্রেতা দুখু চন্দ্র মন্ডল জানান, “ছোটবেলা থেকেই দেখে আসছি এখানে মেলা বসে। কাঠের সামগ্রীর পাশাপাশি খাবার জিনিস, ছোটদের খেলনা এবং একাধিক রকম জিনিস রয়েছে মেলায়। মেলা শুরু হয়েছে, চলবে কালী পুজোর আগের দিন পর্যন্ত। খুব কম দামে কাঠের সামগ্রী এই মেলায় পাওয়া যায়। তাই প্রতিবছরই কোনও না কোনও কাঠের সামগ্রী কিনতে আসি।” এক কাঠের আসবাব বিক্রেতা রবি দাস জানান, “প্রায় দেড়শ বছর আগে স্থানীয় এক জমিদার ব্যক্তি চারু শেঠ এই মেলার সূচনা করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লক্ষী পুজোর সাত দিন পর এই মেলা বসে মহানন্দা নদীর তীরে। মেলায় কাঠের দোকান বসিয়েছি। ভাল বিক্রি হয়। উৎসবের মরশুমে এই মেলা হওয়ায় ব্যাপক ভিড় জমে মহানন্দা তীরবর্তী এই মেলায়। ঐতিহ্যবাহী এই মেলায় জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন ভিড় জমান। প্রায় দেড়শ বছর ধরে হয়ে আসা ঐতিহ্যবাহী এই মেলা আজও বর্ণনা করে পুরাতন মালদহের প্রাচীন একাধিক ইতিহাসকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Maldah,West Bengal
First Published :
October 16, 2025 7:36 AM IST