Siliguri News: স্কুল যাওয়ার পথে ভয়ঙ্কর অবস্থা, চিৎকার করে উঠল বাসে থাকা পড়ুয়ারা, কী হয়েছিল? শিলিগুড়িতে আতঙ্ক
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
রোজের মতো মঙ্গলবার সকালেও স্কুলের পড়ুয়ারা বাসে চেপে স্কুল যাচ্ছিল। আচমকাই ঘটে গেল বিপত্তি। চিৎকার করে উঠল বাসে থাকা স্কুল-পড়ুয়ারা। তারপর যা ঘটল, শুনলে আঁতকে উঠবেন
শিলিগুড়ি: রোজের মতো মঙ্গলবার সকালেও স্কুলের পড়ুয়ারা বাসে চেপে স্কুল যাচ্ছিল। আচমকাই ঘটে গেল বিপত্তি। চিৎকার করে উঠল বাসে থাকা স্কুল-পড়ুয়ারা। তারপর যা ঘটল, শুনলে আঁতকে উঠবেন!
অল্পের জন্য প্রাণে বাঁচল স্কুল পড়ুয়ারা। শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় চলন্ত অবস্থায় খুলে গেল একটি বেসরকারি স্কুল-বাসের চাকা। বাসটি শিলিগুড়ি থেকে স্কুলের ছাত্র ছাত্রী নিয়ে ফুলবাড়ির একটি বেসরকারি স্কুলের উদ্দেশে যাচ্ছিল। হঠাৎই জলপাই মোড়ের কাছে বাসের পিছনের দুটি চাকা খুলে যায়। আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা।
জানা যায়, বাসে ছিল ১৭ জন ছাত্র-ছাত্রী। চোখের সামনে বাসের চাকা খুলে যেতে দেখে ছুটে আসে স্থানীয়রা। ঘটনাস্থলে আসে ট্রাফিক পুলিশের আধিকারিকরা। ছাত্র-ছাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তবে হতাহতের কোনও খবর নেই। অন্যদিকে বারে বারে স্কুল বাসের এমন দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে অভিভাবকেরা।
advertisement
advertisement
সুজয় ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 5:14 PM IST

