Drama Festival: নাটকের মঞ্চেই শহরের মানুষের মিলন উৎসব! দীনবন্ধু মঞ্চে শুরু হল শিলিগুড়ি নাট্যমেলা

Last Updated:

Siliguri Drama Festival: শিলিগুড়ির সমস্ত নাট্যদলের সম্মিলিত উদ্যোগে দীনবন্ধু মঞ্চে সূচনা হল ২৩তম শিলিগুড়ি নাট্যমেলা ২০২৬।

+
শিলিগুড়িতে

শিলিগুড়িতে নাট্যমেলার সূচনা

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: নাটককে ফের শহরের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে শিলিগুড়িতে শুরু হল এক উজ্জ্বল সাংস্কৃতিক অধ্যায়। দীর্ঘ প্রস্তুতির পর শিলিগুড়ির সমস্ত নাট্যদলের সম্মিলিত উদ্যোগে দীনবন্ধু মঞ্চে আনুষ্ঠানিকভাবে সূচনা হল ২৩তম শিলিগুড়ি নাট্যমেলা ২০২৬। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে নাট্যমেলার উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা সুমন মুখোপাধ্যায়।
উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব শহরের নাট্যপ্রেমীদের ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরেন। তাঁর কথায়, মঞ্চে উপস্থিত বিশিষ্টজনদের পাশাপাশি দর্শকাসনে বসে থাকা দর্শকরাই প্রকৃত সম্মানীয়। নাটকের প্রাণশক্তি দর্শকের সক্রিয় অংশগ্রহণেই গড়ে ওঠে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সময়ে মানুষের একাকিত্ব বেড়ে চলেছে। এই সামাজিক প্রেক্ষাপটে নাটক মানুষের সঙ্গে মানুষের সংযোগ গড়ে তোলার এক শক্তিশালী মাধ্যম বলেও উল্লেখ করেন মেয়র।
advertisement
আরও পড়ুন: স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বুকে নিয়ে কাঁথিতে শুরু ঐতিহ্যের মেলা, বছরের শুরুতেই ১২ দিনের উৎসব
নাট্যমেলার প্রধান পৃষ্ঠপোষক অশোক ভট্টাচার্য জানান, এই উদ্যোগের মূল লক্ষ্যই ছিল নাটকের দর্শকসংখ্যা বাড়ানো। তাঁর মতে, বর্তমানে শিলিগুড়িতে নাটক দেখতে আগ্রহী মানুষের সংখ্যা যে হারে বাড়ছে, তা নাট্যমেলার সাফল্যেরই প্রতিফলন। বিপুল দর্শক উপস্থিতির মধ্য দিয়ে নাট্যমেলা আরও উচ্চতায় পৌঁছক, এই আশাও ব্যক্ত করেন তিনি। নাট্যমেলা কমিটির যুগ্ম সম্পাদক পল্লব বসু বলেন, শহরের নাট্যচর্চাকে আরও বিস্তৃত ও প্রাণবন্ত করতেই এই মেলার আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যমেলা কমিটির সভাপতি ড. তপন চট্টোপাধ্যায়, যুগ্ম সম্পাদক পল্লব বসু, জয়দীপ বড়াল, বিশিষ্ট চিকিৎসক ডা. শেখর চক্রবর্তী সহ বহু নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
advertisement
advertisement
নাট্যপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ। উদ্বোধনের দিনেই বিশেষ আকর্ষণ ছিল সঙ্গীত পরিবেশন। নাটকের গানে কণ্ঠ দেন স্বয়ং সুমন মুখোপাধ্যায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ দেন পল্লব বসু এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. তপন চট্টোপাধ্যায়। নাট্যমেলার প্রথম দিনেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ অবলম্বনে শিলিগুড়ি নাট্যমেলা সমন্বয় প্রযোজিত নাটক ‘দেবীপক্ষ’ মঞ্চস্থ হয়। অমিতাভ কাঞ্জিলাল-এর সম্পাদনা ও নির্দেশনায় এই প্রযোজনায় প্রথম দিনেই দর্শকাসনে উপচে পড়া ভিড় চোখে পড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী ৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই নাট্যমেলা। এই সময়ে সুমন মুখোপাধ্যায়ের অংশগ্রহণে একাধিক গুরুত্বপূর্ণ নাটক মঞ্চস্থ হবে এবং ওই দিনই নাট্যমেলার সমাপ্তি ঘটবে। প্রতি বছরের মতো এ বছরও নাট্যমেলার মঞ্চে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। শিলিগুড়ির বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব শ্যামাপ্রদাস মজুমদারকে দেওয়া হবে শিলিগুড়ি নাট্যমেলা ২০২৬ সম্মাননা। পাশাপাশি, বিশিষ্ট বর্ষীয়ান অভিনেত্রী শাশ্বতী সেনকে প্রদান করা হবে রত্না ভট্টাচার্য স্মৃতি পুরস্কার। ৭ জানুয়ারি নাট্যমেলা চলাকালীনই এই সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে। সব মিলিয়ে, নাটকের আলোয় আবারও প্রাণ ফিরে পেল শিলিগুড়ি। যেখানে মঞ্চ, অভিনেতা ও দর্শক মিলেই গড়ে তুলছে এক যৌথ সাংস্কৃতিক উৎসব।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Drama Festival: নাটকের মঞ্চেই শহরের মানুষের মিলন উৎসব! দীনবন্ধু মঞ্চে শুরু হল শিলিগুড়ি নাট্যমেলা
Next Article
advertisement
‘২০ হাজার দিলেই বিয়েতে রাজি বিহারের মেয়েরা’! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক
‘২০ হাজারেই বিয়েতে রাজি বিহারের মেয়েরা’! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক
  • উত্তরাখণ্ড মন্ত্রীর স্বামীর বিহারী নারীদের নিয়ে মন্তব্যে তীব্র বিতর্ক, বিভিন্ন মহলের নিন্দা.

  • BSWC ও মহিলা কংগ্রেস মন্তব্যের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে.

  • গির্ধারী লাল সাহু দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত হয়েছে এবং তিনি মহিলাদের সর্বোচ্চ সম্মান করেন.

VIEW MORE
advertisement
advertisement