Siliguri News: SIR আবহে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরে আগুন! মধ্যরাতের অগ্নিকাণ্ডে কম্পিউটার সহ ইলেকট্রনিক্স সরঞ্জামের ক্ষতি
- Reported by:Partha Pratim Sarkar
- local18
- Published by:Sneha Paul
Last Updated:
Siliguri News: এসআইআর নিয়ে সরগরম বাংলা। এর মধ্যেই শিলিগুড়ির মহকুমা শাসক তথা মহকুমা নির্বাচনী আধিকারিকের দফতরে আগুন।
শিলিগুড়ি, পার্থপ্রতিম সরকারঃ শীতের রাতে শিলিগুড়িতে অগ্নিকাণ্ড। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। এসআইআর আবহে শিলিগুড়ির মহকুমা শাসক তথা মহকুমা নির্বাচনী আধিকারিকের দফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যাচ্ছে, বিধ্বংসী এই অগ্নিকাণ্ডে দু’টি ঘরের ক্ষতি হয়েছে। সেই সঙ্গেই বেশ কিছু আসবাবপত্র ও কম্পিউটার সহ ইলেকট্রনিক্স সরঞ্জামেরও ক্ষতিসাধন হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় শেষমেষ আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ নদীপাড়ে বিশালাকার কচ্ছপ পেয়ে রসিয়ে পিকনিকের প্ল্যান! মৃত্যুর মুখ থেকে পরিবেশে ফেরানো হল লুপ্তপ্রায় কাছিমকে
যদিও মধ্যরাতে শিলিগুড়ির মহকুমা শাসকের দফতরে এই অগ্নিকাণ্ডের ঘটনা কীভাবে ঘটল সেটা এখনও পরিষ্কার নয়। তবে তদন্ত করছে দমকল ও পুলিশ। দফতরে আগুন লাগার খবর পেয়েই রাতে ছুটে আসেন মহকুমা শাসক বিকাশ রুহেলা। তবে তিনি এই বিষয়ে কিছু বলতে চাননি। রাতেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে জানান দমকল আধিকারিক ধর্মেন্দ্র কৃষ্ণ রায়। কোনও নথি নষ্ট হয়নি বলে দাবি তাঁর।
advertisement
advertisement
প্রসঙ্গত, এসআইআর নিয়ে সরগরম বাংলা। এর মধ্যেই শিলিগুড়ির মহকুমা শাসক তথা মহকুমা নির্বাচনী আধিকারিকের দফতরে আগুন। দু’টি ঘর, বেশ কিছু আসবাবপত্র, কম্পিউটার সহ ইলেকট্রনিক্স সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও কীভাবে এই ঘটনা ঘটল সেটা এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
Jan 08, 2026 9:19 AM IST








