Mamata Banerjee| WB School Reopening: বড় খবর! রাজ্যে ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুল! শিলিগুড়িতে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee | WB School Reopening: সোমবার এই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী ১৫ নভেম্বর তারিখের পর থেকে খুলে দেওয়া হোক রাজ্যের স্কুল কলেজ।
এই বিষয়ে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee | School Reopening)। স্কুল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল খোলার আগে যাতে রাজ্যের স্কুল কলেজ গুলিকে পরিষ্কার করে স্যানিটাইজ করা হয় সেই সমস্ত বিষয়গুলি নজরে রাখার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee | School Reopening)।
advertisement
advertisement
এক দিকে ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষা শিবিরের জোরদার দাবি এবং শিক্ষা প্রশাসনের তোড়জোড়, অন্য দিকে করোনার নতুন দাপট। এই টানাপড়েনের মধ্যে নভেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই ফের স্কুল কলেজ চালু করার কথা শোনা যাচ্ছিল। পুজোর আগে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আশ্বাস দিয়েছিলেন।
প্রধান শিক্ষক-শিক্ষিকাদের একাংশ জানিয়েছেন, স্কুলশিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে জেলা স্কুল পরিদর্শকদের শনিবারের ভিডিয়ো-সম্মেলনে বলা হয়, স্কুলে স্কুলে স্যানিটাইজ়েশন বা জীবাণুনাশের কাজ শেষ করতে হবে ২৭ অক্টোবরের মধ্যে। সেই সঙ্গে স্কুলের নবম থেকে দ্বাদশের পড়ুয়াদের অভিভাবকদের ডেকে স্কুলের জীবাণুমুক্তির তথ্যও জানাতে হবে। নবম থেকে দ্বাদশের ছাত্রছাত্রীদের মধ্যে যাদের আধার কার্ড এখনও বাংলা শিক্ষা পোর্টালে আপলোড হয়নি, তাদের ওই পোর্টালে দ্রুত আধার নম্বর আপলোড করতে বলতে হচ্ছে স্কুল-প্রধানদের।
advertisement
এই নির্দেশের মধ্যে আশার ইঙ্গিত পান শিক্ষক শিবিরের একাংশ। তাঁদের স্কুল খোলার বিষয়ে কোনও সিদ্ধান্তের কথা জানানো না হলেও ভিডিও কনফারেন্সের পরেই দ্রুত স্কুল খোলার সরকারের সদিচ্ছার কথা জানান তারাও। এরপরেই আজ মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের ঘোষণায় আশার আলো দেখছেন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের একাংশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2021 2:17 PM IST