Sawan 2024: জংলি বাবার মন্দিরে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালত হাতি!

Last Updated:

Sawan 2024: এই মন্দির ঘিরে রয়েছে অনেক অজানা কথা। প্রচলিত আছে, আগে নাকি এটা শুধু নাকি শিব মন্দির ছিল। সেই শিব মন্দিরে শিবের মাথায় নাকি জল ঢালত জঙ্গলে থাকা হাতিরা

+
title=

শিলিগুড়ি: শ্রাবণ মাস পড়তেই শিবের মাথায় জল ঢালতে ভিড় হয় জংলি বাবা শিব মন্দিরে। এদিন শিবের মাথায় জল ঢালার জন্য শয়ে শয়ে ভক্তরা এসে হাজির হন এই মন্দিরে৷ এলাকার বাসিন্দারাই নন, বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন এই মন্দিরে আসেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে৷ এই মন্দিরটি একেবারেই জঙ্গলের ভেতরে অবস্থিত। তাই পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে বন বিভাগের তরফে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের জন্য ফ্রিতে টোটো সার্ভিস যেমন রাখা হয়েছে। ঠিক তেমনই ঐরাবতের মাধ্যমে পুণ্যার্থীদের যাতায়াতের ব্যবস্থা করেছে বাগডোগরা বন বিভাগ।
এই মন্দির ঘিরে রয়েছে অনেক অজানা কথা। প্রচলিত আছে, আগে নাকি এটা শুধু নাকি শিব মন্দির ছিল। সেই শিব মন্দিরে শিবের মাথায় নাকি জল ঢালত জঙ্গলে থাকা হাতিরা। সুর করে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢালত হাতিরা। যেহেতু সেনাবাহিনীর দ্বারা এই মন্দির তৈরি হয়েছিল তাই আগে তারাই শুধু মন্দিরের দেখভাল করত। তবে এখন মন্দিরের দেখভালের দায়িত্বে রয়েছেন মন্দিদের পুরোহিত মহেন্দ্র ঢালি। প্রতি সোমবারই নিয়ম মেনে সেখানে পুজো হয়। তবে শ্রাবণ মাসে বড় করে পুজোর আয়োজন করা হয়ে থাকে। বহু দূরান্ত থেকে লোক জংলি বাবা শিব মন্দিরে দর্শন করতে আসেন।
advertisement
আর‌ও পড়ুন: শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে রুদ্রদেব মন্দিরে ভিড় ভক্তদের! জল ঢালতে হাজির পুণ্যার্থীরা
মন্দিরের পুরোহিত মহেন্দ্র ঢালি জানান, ১৯৯১ সাল থেকে আমি এই মন্দিরের দায়িত্বে রয়েছি। যেহেতু জঙ্গলের একেবারে মাঝখানে এই মন্দির তাই আগে এত লোকের আনাগোনা ছিল না। তবে এখন সময়ের সঙ্গে এই মন্দির সকলের পরিচিত হয়েছে। অনেকে মানত করেছেন এই মন্দিরে। শ্রাবণ মাসে প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয়। পুজো দিতে আসা প্রার্থনা পাল জানান, আজ শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম। আমি প্রথমবার এই মন্দিরের পুজো দিতে আসলাম। জঙ্গলের মাঝখানে এমন মন্দির সত্যিই অদ্ভুত। বন বিভাগের তরফে ফ্রিতে টোটো পরিষেবা দেওয়া হচ্ছে। এতে অনেকেরই সুবিধা হচ্ছে। বাগডোগরা রেঞ্জ অফিসার সোনম ভুটিয়া জানান, পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের এই পরিষেবা চালু রয়েছে। এছাড়াও বিকেল সাড়ে তিনটের দিকে আমরা মাইকিং করে দিচ্ছি, যাতে চারটের মধ্যে সবাই জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারে।
advertisement
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sawan 2024: জংলি বাবার মন্দিরে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালত হাতি!
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement