Sadak Suraksha Abhiyan: রাতের অন্ধকারে দূর থেকেই হওয়া যাবে সতর্ক! এমভিআই কর্মীদের নিজস্ব খরচে রাস্তায় রাস্তায় অভিনব বন্দোবস্ত

Last Updated:

দুর্ঘটনাপ্রবণ ব্রিজের ফুটপাতগুলিতে নয়া ব্যবস্থা এমভিআই কর্মীদের

+
ইস্টার্ন

ইস্টার্ন বাইপাসে পরিবহণ দফতরের কর্মীরা

শিলিগুড়ি: দুর্ঘটনা ঠেকাতে এমভিআই কর্মীদের বিশেষ উদ্যোগ। পরিবহন দফতরের টেকনিক্যাল কর্মী আবদুল রৌহানের নেতৃত্বে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় চলল রেট্রো রিফ্লেকটিভ স্টিকার লাগনোর কাজ। শিলিগুড়ি পরিবহণ দফতরের টেকনিক্যাল কর্মী পক্ষ থেকে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায় বিভিন্ন জায়গা চিহ্নিত করে লাগানো হল রেট্রো রিফ্লেকটিভ স্টিকার। ইস্টার্ন বাইপাসে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে দূর্ঘটনাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করে এবং বেশ কিছু অন্ধকার জায়গায় পরিবহন দফতরের টেকনিক্যাল কর্মীরা গিয়ে রেট্রো রিফ্লেকটিভ স্টিকার লাগাযয। যাতে দূর্ঘটনা হাত থেকে রক্ষা পেতে পারে সাধারণ মানুষ।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল রোহান, নোটন বিশ্বাস, শুভঙ্কর সেন, দয়াল বর্মন, অভিষেক গুপ্তা, অজয় লামা সহ অন্যান্য পরিবহণ দফতরের অধিকারিকরা। পরিবহণ দফতরের টেকনিক্যাল আধিকারিকরা জানান, “পরিবহণ দফতরের কর্মী হিসাবে দুর্ঘটনা ঠেকাতে আমাদেরও নৈতিক দায়িত্ব রয়েছে। সেই মানসিকতা থেকেই এই কাজ। এর জন্য নিজেরাই ব্যয়ভার বহন করছি। অফিস ছুটির পর রাত জেগে বা ছুটির দিনগুলি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাজ করে চলেছি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তায় তারা কাজ শেষ করে ফেলেছেন। বহু জায়গায় গাছের গুড়ি, ডালে বা ইলেকট্রিক পোলে, ডিভাইডারে স্টিকার লাগানো হয়েছে। দুর্ঘটনাপ্রবণ ব্রিজের ফুটপাতগুলিতেও বিভিন্ন রঙের রিফ্লেকটিভ স্টিকার বসানো হয়েছে। পরিবহণ দফতরের কর্মীদের উদ্যোগে স্বস্তি মিলেছে গাড়ি চালকদের।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sadak Suraksha Abhiyan: রাতের অন্ধকারে দূর থেকেই হওয়া যাবে সতর্ক! এমভিআই কর্মীদের নিজস্ব খরচে রাস্তায় রাস্তায় অভিনব বন্দোবস্ত
Next Article
advertisement
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত জয়পুরের এক মাস্টারপিস
১ কোটি টাকার মহারানি গাউন ! ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল জয়পুরের এক মাস্টারপিস
  • ১ কোটি টাকার মহারানি গাউন !

  • ২৫ জন কারিগরের শ্রমে চোখ ধাঁধাল সোনা, রুপো এবং মূল্যবান পাথরখচিত

  • জয়পুরের এক মাস্টারপিস

VIEW MORE
advertisement
advertisement