West Bengal News: রাত ১০.৪০, বিকট এক শব্দ, মারাত্মক ঘটনা ধূপগুড়িতে! যা দেখে চমকে গেলেন সকলে...

Last Updated:

West Bengal News: এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কের উপরে পথ দুর্ঘটনা হওয়ায় ব্যাপক যানজট তৈরি হয়। বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে।

#ধূপগুড়ি: ফের ধূপগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার রাত ১০.৪০ মিনিট নাগাদ ধুপগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ৪ জন। জানা গেছে, অসমের থেকে একটি দশ চাকার গাড়ি শিলিগুড়ির দিকে যাচ্ছিল, উলটো দিক থেকে আরেকটি লরি রাজস্থান থেকে অসমের পথে যাচ্ছিল। ধূপগুড়ির ওভারব্রিজ এলাকায় মুখোমুখি সংঘর্ষে হয় লরি দুটির।
আর তাতেই আহত হন চার জন। সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন মহঃ রহিম, গুল্লু শর্মা, জাহিরুল আলি। এশিয়ান হাইওয়ে ৪৮ সড়কের উপরে পথ দুর্ঘটনা হওয়ায় ব্যাপক যানজট তৈরি হয়। বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে। খবর দেওয়া হয় দমকল কর্মীদের।
advertisement
advertisement
কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে দেরিতে পৌঁছানোয় তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখানো স্থানীয়রা। পরে ধূপগুড়ির দমকল কর্মীরাই আহতদের উদ্ধার করে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাদের সেখান থেকে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলো সড়কের উপর থাকায় যান চলাচল স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়।
advertisement
এদিকে, আবারও রাতের কলকাতায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। গুরুতর আহত দুই বাইক আরোহী। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন দুজনে। ঘটনাস্থল ফোর্ট উইলিয়ামের ইস্ট গেটের সামনে।
রাত একটা পনেরো নাগাদ একটি বাইকে দক্ষিণ ২৪ পরগনার আকরার বাসিন্দা দুজন ১৮-১৯ বছরের ছেলে উত্তর কলকাতা থেকে ফিরছিল। একটি চলন্ত মালবাহী গাড়িতে তীব্র গতিতে ধাক্কা মারে বাইকটি। আহত ইমরান খান ও মনু দাসের ডান হাত ও মাথায় গুরুতর চোট লেগেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal News: রাত ১০.৪০, বিকট এক শব্দ, মারাত্মক ঘটনা ধূপগুড়িতে! যা দেখে চমকে গেলেন সকলে...
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement