West Bengal News: সাত-সকালেই দুই যুবকের দিকে চলে গেল সব নজর, ব্যাপক চাঞ্চল্য জামালপুরে!

Last Updated:

West Bengal News: চোর চেনাতে দুই যুবককে কোমরে দড়ি বেঁধে ঘোরালো পুলিশ! কোথায়?

এ কী কাণ্ড জামালপুরে!
এ কী কাণ্ড জামালপুরে!
#বর্ধমান: চোর চেনাতে দুই যুবককে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরালো পুলিশ! সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে থাকা সিভিক ভলেন্টিয়ারদের বলতে শোনা যায়, এই দেখ এরা চোর। এদের চিনে রাখ। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার আগেই দুই অভিযুক্তকে চোর বলে চিহ্নিত করে দিয়ে এলাকার ঘোরানোর ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। ইতিমধ্যেই এব্যাপারে সরব হয়েছেন মানবাধিকার কর্মীরা। জেলা পুলিশ অবশ্য জানিয়েছে, ওই দুই অভিযুক্তকে ঘটনার পুনঃ নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। এভাবে কাউকে চিহ্নিত করা যায়না।
পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এই ঘটনা ঘটেছে। কোমরে দড়ি বাঁধা দুই যুবককে ভরা বাজার এলাকায় পুলিশ হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। সেখান থেকে তাদের চোর বলে পরিচিত করানো হচ্ছে - এই ভিডিও রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। দুই অভিযুক্তকে এলাকায় ঘোরানো হচ্ছে দেখে পথচলতি অনেকেই মোবাইলে ছবি তোলেন। এই ঘটনাকে ঘিরে এখন যথেষ্টই অস্বস্তিতে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। কেন এমন ঘটনা ঘটলো তা জামালপুর থানার অফিসারদের কাছে ইতিমধ্যেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে চেয়েছেন বলে পুলিশ সূত্রে খবর মিলেছে।
advertisement
advertisement
ঠিক কী ঘটেছিল? গত সোমবার সকালে জামালপুর থানার কাছে পর পর তিনটি দোকানে চুরি হয়। অ্যাসবেসটসের ছাদ ভেঙে বেশ কিছু সামগ্রী চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার দুপুরে স্থানীয় পুলমাথা এলাকার থেকে লব বেরা নামে এক যুবককে গ্রেপ্তার করে। পরে সেলিমাবাদ থেকে শেখ শাবির নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চুরি হওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করে পুলিশ। এরপর মঙ্গলবার কোমরে দড়ি বেঁধে তাদের এলাকায় ঘোরানো হয় বলে অভিযোগ।
advertisement
জেলা পুলিশ সুপার কামনাশিস সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার পুনর্নির্মাণের জন্যই ওই দুজনকে নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে।
কিন্তু বাজার এলাকায় ওই দুজনকে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যাওয়ায় যথেষ্ট অস্বস্তিতে পড়েছে পুলিশ। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মীদের সঙ্গে রয়েছে সিভিক ভলেন্টিয়াররাও। সেখানে তাদের বার বার এরা চোর এদের চিনে রাখ - এমনটা বলতে শোনা গেছে। দোষী সাব্যস্ত হওয়ার আগে অভিযুক্তকে কখনোই এভাবে চিহ্নিত করা যায় না। সে কারণেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সাত-সকালেই দুই যুবকের দিকে চলে গেল সব নজর, ব্যাপক চাঞ্চল্য জামালপুরে!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement