Anis Khan Death: কী ভূমিকা ছিল ওই রাতে, ডেকে পাঠানো হল সিভিক ভলেন্টিয়ারকে, আনিস কাণ্ডে খুলবে জট?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anis Khan Death: আনিসের মৃত্যুর প্রসঙ্গে পরিবারের অভিযোগ ছিল, ঘটনার দিন রাতে মোট চারজন এসেছিল। তাদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারের বেশেও ছিল।
#আমতা : আনিস খানের মৃত্যুর (Anis Khan Death) পর কয়েকদিন কেটে গেলেও এখনও অধরা ঘটনার মূল অভিযুক্তরা। গ্রেফতার করা যায়নি কাউকেই। শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে তিন পুলিশ কর্মীকে। ফলে বিষয়টি নিয়ে ক্রমেই বাড়ছে ক্ষোভ। মঙ্গলবারই আনিসের (Anis Khan Death Update) মৃত্যুর ঘটনার প্রতিবাদে কলকাতার রাজপথে বিক্ষোভ দেখান ছাত্ররা। মঙ্গলবার আনিস খানের বাড়িতে গেলে প্রথমে কিছুক্ষণ বাধা পেলেও অবশেষে বাড়িতে ঢুকতে পারেন SIT-এর তদন্তকারী আধিকারিকরা। বুধবারও তাঁরা যায় আনিসের বাড়িতে। তবে তাঁদের সঙ্গে কথা বলার সময়ই CBI তদন্তের দাবি জানান তাঁর বাবা। এই পরিস্থিতিতে এক সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সিট।
আনিসের মৃত্যুর প্রসঙ্গে পরিবারের অভিযোগ ছিল, ঘটনার দিন রাতে মোট চারজন এসেছিল। তাদের মধ্যে একজন সিভিক ভলান্টিয়ারের বেশেও ছিল। সেই প্রেক্ষিতেই এবার এক সিভিক ভলান্টিয়ারকে ডেকে পাঠানো হচ্ছে। ঘটনার দিন ওই সিভিক ভলান্টিয়ারের কী ভূমিকা ছিল, সেই বিষয়টি খতিয়ে দেখবে সিট।
advertisement
advertisement
মঙ্গলবার সিটের তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা প্রথমে বলতে অস্বীকার করেন আনিস খানের (Anis Khan) বাবা সালেম খান। মঙ্গলবার তাঁদের বাড়িতে যান সিটের দুই সদস্য ডিআইজি (সিআইডি অপারেশন) মিরাজ খালিদ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে। তাঁরা আনিসের বাবার সঙ্গে কথা বলে মূল ঘটনাটি সম্পর্কে জানতে চান। কিন্তু আনিসের বাবা ছেলের মৃত্যু তদন্তে সিবিআই চান। একই কথা জানিয়েছেন আনিসের দাদাও।
advertisement
বুধবারও আনিসের বাড়িতে যায় পুলিশ। এরই মধ্যে আনিসের দাদার ফোনে উড়ো নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে পরিবারের সবাইকে শেষ করে দেওয়া হবে। যদিও পরিবার এখনও সিবিআই তদন্তই চাইছে। এমনকী আনিসের দেহ তুলে ফের ময়নাতদন্ত করতে চায় সিট। কিন্তু তাতে রাজি নয় তাঁর পরিবার। একমাত্র সিবিআই তদন্ত হলেই ময়নাতদন্তে সায় দিতে পারে, এমনটাই জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2022 12:25 PM IST