এলাকায় বীভৎস এক খ্যাপা 'জন্তু'...! তাড়া করল মহিলাদের, তছনচ করল টোটো, বাইক! তার পর যা হল...শিউরে উঠবেন!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Sarthak Pandit
Last Updated:
বীভৎস জন্তুর আক্রমণে আহত হন মাঠে কাজ করতে থাকা বেশ কয়েকজন মহিলা। এছাড়া বেশ কিছু ভুট্টার ক্ষেতের ক্ষতিও করে। কয়েকটি বাইক ও টোটো ভেঙে দেয়। তার পর যা হল?
কোচবিহার: জেলা কোচবিহারের পশ্চিম মোয়ামারির ভুল্লার বাজার এলাকা। আচমকা এই এলাকায় আগমন এক নতুন আতঙ্কের। ফলে আতঙ্কের ছড়িয়ে পড়ে গোটা এলাকার বাসিন্দাদের মধ্যে। এক খ্যাপা মহিষের আক্রমণে এলাকার বেশ কিছু মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণীটি ভেঙেছে বেশ কয়েকটি বাইক ও টোটো গাড়ি। এছাড়া নষ্ট করেছে ভুট্টার ক্ষেত। তারপর কোনও ক্রমে প্রাণীটিকে আটক করে এলাকার মানুষ। বর্তমানে সময়ে সেই আটক হওয়া প্রাণীটিকে দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ।
advertisement
এলাকার এক স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান জানান, \”একটি খ্যাপা মহিষ আচমকাই এলাকায় আসে। মহিষের আক্রমণে আহত হন মাঠে কাজ করতে থাকা বেশ কয়েকজন মহিলা। এছাড়া মহিষটি বেশ কিছু ভুট্টার ক্ষেতের ক্ষতিও করে। কয়েকটি বাইক ও টোটো ভেঙে দেয়। খবর পাঠানো হয় পুলিশের কাছে। পুলিশের উপস্থিতিতে স্থানীয় মানুষেরা পরে মহিষটিকে আটক করতে সক্ষম হয়। তবে মহিষের মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে।\”
advertisement
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, \”আক্রান্ত স্থানীয়দের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মহিষের মালিকের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। মালিকের বাড়ি দিনাহাট পেটলা এলাকায়।\” তবে স্থানীয়দের একাংশের দাবি, ‘মহিষের আক্রমণে ক্ষতিগ্রস্থ মানুষেদের ক্ষতিপূরণ দিতে হবে মহিষের মালিককে। নাহলে মহিষটিকে ছাড়া মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে না। তবে এভাবে আচমকা এলাকায় ক্ষ্যাপা মহিষের আক্রমনে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
advertisement
সার্থক পণ্ডিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 3:43 PM IST