School Poor Condition: শিলাবৃষ্টিতে ফুটেছে স্কুলের চাল! বৃষ্টি হলেই জলে থৈ থৈ ক্লাসরুম! যা-তা অবস্থা স্কুলের
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে ক্লাসরুমের চাল, সামান্য বৃষ্টিতেই এবার জল থৈ থৈ ক্লাসরুম!
জলপাইগুড়ি: শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে ক্লাসরুমের চাল, সামান্য বৃষ্টিতেই এবার জল থৈ থৈ ক্লাসরুম! জলপাইগুড়ির একটি ছোট্ট খুদেদের স্কুলে নাজেহাল পড়ুয়ারা। শিলাবৃষ্টিতে শিল পড়ে টিনের ছাদ ফুটো হয়ে গেছে বহু আগেই। আর তার জেরেই শিলাবৃষ্টি বা সামান্য বর্ষণ হলেই জল ঢুকে পড়ছে ক্লাসরুমে। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রাধাবাড়ি প্রাইমারি বিদ্যালয়ের চিত্র যেন চোখে জল এনে দেয়।
ক্লাসের মেঝে জলে ভেজা, ছোট ছোট পড়ুয়ারা কষ্টে পঠনপাঠন চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারণী কুমার রায় জানিয়েছেন, “স্কুলঘরের টিনের ছাদ বহু জায়গায় ফুটো হয়ে গিয়েছে শিল পড়ে। তাই সামান্য বৃষ্টি হলেই জল ঢুকে পড়ে ঘরের ভেতর। বাধ্য হয়ে সেভাবেই ক্লাস নিতে হচ্ছে।” ছোটরা পা পিছলে পড়ছে মাঝেমধ্যে, তবুও ক্লাস বন্ধ নয়।
advertisement
advertisement
শিক্ষকরা বলছেন, শিক্ষা থামানো যাবে না, কিন্তু এই অবস্থায় ক্লাস করানোও দায়। বর্ষা এখনও আসেনি, পুরো বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই আশঙ্কা। অভিভাবকরাও উদ্বিগ্ন। তাঁদের দাবি, স্কুলঘরগুলোর দ্রুত সংস্কার প্রয়োজন। অবশ্য, বিষয়টি নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হয়েছে বলেই জানা গিয়েছে স্কুল কর্তৃপক্ষ তরফে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে জলপাইগুড়ি সদর বিডিও মিহির কর্মকার জানান, “খোঁজ নিয়ে আমরা দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করছি।” অন্যদিকে, জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (ডিআই) শ্যামল চন্দ্র রায় জানিয়েছেন, “বিদ্যালয় থেকে যদি রিপেয়ারিং ফান্ডের জন্য কোন প্রপোজাল আসে, আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করব।” স্কুলের ছাদে জল পড়ছে, আর নিচে ভিজছে ভবিষ্যতের স্বপ্ন। এদিকে বৃষ্টির মরসুম ঘনিয়ে আসছে,তাই তার আগেই প্রয়োজন দ্রুত পদক্ষেপ—এটাই চাওয়া বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিভাবক ও শিক্ষার্থীদের।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 29, 2025 3:22 PM IST
