Jalpaiguri News: হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীদের প্রিয় সব খাবার! ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ বন দফতরের

Last Updated:

ডুয়ার্সের জঙ্গলে বন্যপ্রাণীদের হারানো খাবার ফিরিয়ে আনতে নয়া উদ্যোগ জলপাইগুড়ি বনবিভাগের

+
ডুয়ার্সে

ডুয়ার্সে বেত গাছ রোপণ

জলপাইগুড়ি: ডুয়ার্সের জঙ্গলে বন্যপ্রাণীদের হারানো খাবার ফিরিয়ে আনতে নয়া উদ্যোগ জলপাইগুড়ি বন বিভাগের। অনেকেই প্রশ্ন তোলেন জঙ্গলের প্রাণীরা আজ খাদ্য সংকটে ভুগছে, সে কারণেই লোকালয়ে তাদের আনাগোনা বেড়েছে। ডুয়ার্সের ঘন সবুজ জঙ্গল থেকে নাকি হারিয়ে যাচ্ছে বেত ও নলখাগড়ার মত গুরুত্বপূর্ণ উদ্ভিদ। আর এই হারানো তৃণভোজী সম্পদের খোঁজে নেমেছে জলপাইগুড়ি বনবিভাগ।
একসময় ডুয়ার্সের বনে যেখানে চোখ গেলেই দেখা যেত বেতের ঝাঁক, আজ সেখানে খুঁজতে হচ্ছে দূরবীন দিয়ে। বেতের কচি পাতা হাতি, হরিণ ও বাইসনের মত তৃণভোজী প্রাণীদের প্রিয় খাদ্য ছিল। তবে বিগত এক দশকে হস্তশিল্পের অতিরিক্ত ব্যবহারে বেত প্রায় বিলুপ্তির পথে। এই সংকট মেটাতে জলপাইগুড়ি বনবিভাগ শুরু করেছে অভিনব উদ্যোগ। দলগাঁও ফরেস্ট রেঞ্জে ২০২২ সালে ৩,৬০০টি বেতের চারা রোপন করে আশা জাগানো সাফল্য পেয়েছে তারা। সেই পথেই এবার নাথুয়া ফরেস্টেও শুরু হয়েছে নতুন করে বেতের চারা রোপণ।
advertisement
advertisement
বনবিভাগের লক্ষ্য, পুরো ডুয়ার্সে বেতের সমৃদ্ধি ফিরিয়ে আনা, যাতে তৃণভোজী প্রাণীরা আবার সহজেই খাদ্য পায়। শুধু বেত নয়, নলখাগড়ার ক্ষেত্রেও নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা। সরস্বতী পুজোর খাগের কলম তৈরির জন্য বিখ্যাত এই লম্বা ঘাস, জঙ্গলের গবাদি পশু ও বন্যপ্রাণীর গুরুত্বপূর্ণ খাদ্য।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বনবিভাগের ডিএফও বিকাশ ভি জানিয়েছেন, নলখাগড়া চাষের ক্ষেত্রেও নয়া পদক্ষেপ নেওয়া হবে। প্রকৃতির ভারসাম্য ফেরাতে এই উদ্যোগ নিঃসন্দেহে বড় আশার সঞ্চার করছে পরিবেশপ্রেমীদের মনে তা বলার অপেক্ষা রাখে না!
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীদের প্রিয় সব খাবার! ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ বন দফতরের
Next Article
advertisement
SIR Update: কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি SIR-এ নাম কাটা যাবে? জবাব দিল কমিশ
কবে বাড়িতে আসবেন বিএলও, কীভাবে জানবেন ভোটার? বাড়িতে না থাকলে কি নাম কাটা যাবে? জেনে নিন
  • এসআইআর নিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন৷

  • কবে বাড়িতে আসবেন বিএলও?

  • নাম কাটা যাওয়ার ভয় দূর করলেন রাজ্যের সিইও৷

VIEW MORE
advertisement
advertisement