Crime News: নাবালিকাকে যৌন নির্যাতনে দোষী সাব্যস্ত যুবক! ২৫ বছরের কারাদণ্ড দিল আদালত
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Crime News: চকলেটের লোভ দেখিয়ে নাবালিকা কে ভাড়া বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যা ঘটনা ঘটালো! অভিযুক্তকে পঁচিশ বছরের সাজা ঘোষণা জলপাইগুড়ি জেলা আদালতের।যৌন নির্যাতন।
জলপাইগুড়ি: চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ভাড়া বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যা ঘটনা ঘটালো! অভিযুক্তকে পঁচিশ বছরের সাজা ঘোষণা জলপাইগুড়ি জেলা আদালতের। যৌন নির্যাতন। অভিযুক্ত যুবককে ২৫ বছর সশ্রম কারাদন্ড। ৫০ হাজার টাকা জরিমানা। একই সঙ্গে নাবালিকার পরিবার কে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত।
২০২১ সালের আগস্ট মাসে প্রতিবেশী ভাড়াটিয়া এক যুবকের যৌন লালসার শিকার হন ধূপগুড়ির বাসিন্দা সাত বছরের এক নাবালিকা। অত্যাচার সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে। পরিবার ঘটনা জানতে পেরে পুলিশের দারস্থ হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এদিন সরকার পক্ষের ১১ জন এবং আসামি পক্ষের ২ জন সাক্ষীর বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্ত কে ২৫ বছর সশ্রম কারাদণ্ড। ৫০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও পাঁচ মাস সশ্রম কারাদণ্ড।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৯৯% মানুষ জানেন না যে এই রঙের পেঁয়াজ স্বাস্থ্য উপকারিতায় ভরপুর, সাধারণ পেঁয়াজ না কিনে এটি কিনুন
একই সঙ্গে নাবালিকার পরিবার কে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ি পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশীষ দও জানিয়েছেন।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2025 8:01 PM IST

