Dehydration: গরমে ডিহাইড্রেশনের সমস্যা অতি সাধারণ, এই কয়েক নিয়ম মানলেই শরীর থাকবে সুশীতল
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Dehydration: অনেকেই মনে করে থাকেন যে ডিহাইড্রেশনের সমস্যা শীতের একচেটিয়া ব্যাপার। কথাটা মিথ্যে নয়, ওই সময়ে বাতাসে শুষ্ক ভাব বেশি থাকে, জলও কম খাওয়া হয়, তাই অনেককেই ভুগতে হয় ডিহাইড্রেশনের সমস্যায়।
অনেকেই মনে করে থাকেন যে ডিহাইড্রেশনের সমস্যা শীতের একচেটিয়া ব্যাপার। কথাটা মিথ্যে নয়, ওই সময়ে বাতাসে শুষ্ক ভাব বেশি থাকে, জলও কম খাওয়া হয়, তাই অনেককেই ভুগতে হয় ডিহাইড্রেশনের সমস্যায়। এটা ঠিক যে গরমে সেই তুলনায় জল বেশি খাওয়া হয়। তা বলে ডিহাইড্রেশনের সমস্যা যে হয় না, এমনটা কিন্তু নয়। কেন না, প্রখর তাপে শরীর থেকে ঘাম ঝরে আর সেই সঙ্গে শরীর থেকে জল বেরিয়ে যায়!
advertisement
advertisement
গ্রীষ্ম ঋতু আসার সঙ্গে সঙ্গেই বেশিরভাগ মানুষ জলশূন্যতার সমস্যার সম্মুখীন হয়, কখনও সূর্যের আলোর কারণে, আবার কখনও ঘুমের অভাবে। এই পরিস্থিতিতে, মানুষের খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত এবং যতটা সম্ভব স্বাস্থ্যকর সবজি, ফল এবং এনার্জি ড্রিঙ্ক ব্যবহার করা উচিত, এটি ডিহাইড্রেশনের সমস্যা এড়াবে।
advertisement
advertisement
advertisement
advertisement
গরমে বেশি করে জল পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জলে কিছু ফল মিশিয়ে পান করলে তা থেকে শরীর প্রয়োজনীয় খনিজ পদার্থ পায়, যেমন স্ট্রবেরি, শসা, লেবু, কমলালেবুর রস জলে মিশিয়ে কিছুক্ষণ পর পান করা যেতে পারে, এতে শরীরে সতেজতা ও শক্তি বৃদ্ধি পায়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)