কচি বাকল না পেলেই মাথা খারাপ হয়ে যায়! তার পরেই সুপুরি ক্ষেতে ব্যাপক তাণ্ডব! দেখুন কী করল হাতির পাল

Last Updated:

Elephant Attack: ঘড়ির কাঁটায় রাত ৮ টা বাজলেই ভয়ে তঠস্থ হয়ে থাকেন কালচিনি ব্লকের গুদামডাবরি ও পূর্ব সাঁতালির এলাকার মানুষেরা। প্রতিদিন জঙ্গল থেকে আসছে হাতির দল। এসেই সুপরি বাগানে হানা দিচ্ছে হাতি। নষ্ট হচ্ছে একের পর এক জমির সুপুরিগাছ।

+
বুনো

বুনো হাতি

আলিপুরদুয়ার: ঘড়ির কাঁটায় রাত ৮ টা বাজলেই ভয়ে তঠস্থ হয়ে থাকেন কালচিনি ব্লকের গুদামডাবরি ও পূর্ব সাঁতালির এলাকার মানুষেরা। প্রতিদিন জঙ্গল থেকে আসছে হাতির দল। এসেই সুপরি বাগানে হানা দিচ্ছে হাতি। নষ্ট হচ্ছে একের পর এক জমির সুপরি গাছ।
এই এলাকায় রয়েছে বাসরা নদী। জঙ্গল নদী লাগোয়া। বাসরা নদীর একপাশে রয়েছে বন দফতরের পানা মোবাইল রেঞ্জ, অপরপাশে রয়েছে হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ। তারপরেও বুনো হাতিদের আটকানো যাচ্ছেনা বলে জানা যায়।প্রায় প্রতি রাতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বুনো হাতি গ্ৰামে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে। বুনো হাতি এলাকার বাসিন্দাদের সুপরি বাগান তছনছ করে দেয়।
advertisement
advertisement
তাদের জমির ফসল নষ্ট করে দেয় বলে অভিযোগ। প্রতিদিন রাত আটটা বাজলেই বুনো হাতির দল গ্ৰামে প্রবেশ করছে। গ্ৰামবাসীরা ও বনকর্মীরা শব্দবাজি পুড়িয়ে হাতির দলকে জঙ্গলে পাঠাতে হচ্ছে প্রতি রাতে।লাগাতার হাতির হানায় ক্ষতিগ্ৰস্থ এলাকার কৃষকরা ও সুপরি চাষীরা।এই হাতির হানার কারণে পূর্বে যেখানে ৩০ বিঘা জমিতে সুপরি চাষ হত। তা কমে বর্তমানে দাঁড়িয়েছে ১৩ বিঘাতে।এই ১৩ বিঘা জমির সুপরি বাঁচানো এখন বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে কৃষকদের কাছে।
advertisement
রোজ হাতি আসছে আর সুপরি গাছ যে পরিমাণে ভাঙছে তাতে ৫ বিঘা জমির সুপরি বাঁচবে কি না তা জানা নেই কৃষকদের। এই বিষয়ে কৃষক মোহন শর্মা জানান, \”সুপরি চাষ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আমরা লেবুর চাষ করি এখন। আনারস চাষ করি হাতির থেকে বাঁচতে। কিন্তু সুপরি চাষ বছরে তো একবার হয়। মুনাফা অনেক হয়, কিন্তু হাতির উপদ্রবে সব শেষ হয়ে যাচ্ছে।\”
advertisement
কৃষকদের পক্ষ থেকে জানা যায়,সুপরি গাছ নতুন রোপন করা হলে তা একটু বড় হলেই গাছের কচি বাকল খেতে চলে আসে হাতির দল। এটি হাতিদের প্রিয় খাবার বলে জানা যায়।এই কারণে কারও ২ বিঘা, কারও ৩ বিঘা জমির সুপরি গাছ নষ্ট হয়ে গিয়েছে। কচি বাকল না পেলেই হাতিদের মেজাজ খারাপ হয়ে যায়। তখনই তছনছ করে দিচ্ছে সুপরি ক্ষেত।কাঁচা সুপরি নষ্ট হয়েছে প্রচুর।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কচি বাকল না পেলেই মাথা খারাপ হয়ে যায়! তার পরেই সুপুরি ক্ষেতে ব্যাপক তাণ্ডব! দেখুন কী করল হাতির পাল
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement