North Dinajpur News: ঠান্ডা ও কুয়াশায় কীভাবে রক্ষা করবেন বোরো ধানের বীজতলা! জেনে নিন গোপন টিপস

Last Updated:
+
বোরো

বোরো ধান 

উত্তর দিনাজপুর: জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে বোরো ধানের বীজতলা রোপনের কাজ। শীতকালের এই নির্দিষ্ট সময় ঘনকুয়াশা ও প্রচন্ড ঠান্ডা আবহাওয়া প্রবাহিত হয়ে থাকে। প্রতি বছরই বোরো বীজতলাসহ বিভিন্ন মাঠে ফসল তীব্র ঠান্ডা কুয়াশায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। ঠান্ডা ও কুয়াশার হাত থেকে কিভাবে বোরো ধানের বীজতলা রোপণ করবেন কি বলছে এ বিষয়ে কৃষি দফতর ? কৃষি বিশেষজ্ঞ মিনাবুল ইসলাম জানান, শৈত্যপ্রবাহের ফলে বোরো বীজতলায় চারা হলুদাভ হয়ে ক্রমশ শুকিয়ে যায়। শৈত্যপ্রবাহ শুরু হলে কৃষকদের বোরো ধান চাষে বাড়তি কিছু যত্ন নেওয়া প্রয়োজন।
তীব্র শীতের সময় সাধারণভাবে কাদাময় বা ভেজা বীজতলায় সব সময় জল ধরে রাখতে হবে এবং স্বচ্ছ পলিথিনের ছাউনি দিয়ে বীজতলা ঢেকে রাখা দরকার।ঠান্ডার কারণে বীজতলায় কিছু কিছু জায়গায় চারা ধসে পড়ে বা বসে যেতে পারে। চারায় ধসে বা বসেপড়া রোগ দেখা দিলে বীজতলা থেকে জল সরিয়ে দিতে হবে এবং এক শতাংশ বীজতলায় ৫০ গ্রাম হারে এমওপি বা পটাশ সার প্রয়োগ করতে হবে। তীব্র শীতের সময় চারা পোড়া বা ঝলসানো রোগ দেখা দিতে পারে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
চারা পোড়া বা ঝলসানো রোগ দমনের জন্য রোগের প্রাথমিক অবস্থায় অর্থাৎ শুরুর দিকে এমিস্টার টপ বা এ জাতীয় যে কোনো ছত্রাকনাশক ২ মিলি লিটার এক লিটার জল মিশিয়ে দুপুরের পর স্প্রে করতে হবে। বীজতলার চারা হলুদ হলে এক শতক জমিতে ২৮০ গ্রাম হারে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। ইউরিয়া প্রয়োগের পর চারা সবুজ না হলে এক শতক জমিতে ৪০০ গ্রাম হারে জিপসাম সার প্রয়োগ করতে হবে। চারা রোপণের সময় শৈত্যপ্রবাহ থাকলে কয়েকদিন দেরি করে আবহাওয়া স্বাভাবিক হলে চারা রোপণ করতে হবে। রোপণের জন্য কমপক্ষে ৩৫-৪৫ দিনের চারা ব্যবহার করতে হবে। এ সময় চারা রোপণ করলে শীতে চারা কম মারা যায়, চারা সতেজ থাকে এবং ফলন বেশি হয়।
advertisement
রোপণের পর শৈত্যপ্রবাহ হলে জমিতে ২ থেকে ৩ ইঞ্চি জল ধরে রাখতে হবে।এছাড়াও বোরো ধান চাষ করতে গেলে ধান লাগাবার ২১ দিন পর মাজরা পোকার উপদ্রব দেখা যায়। মাজরা পোকার লার্ভা ধান গাছের কাণ্ডের মধ্যে ঢুকে যেতে পারে ও ভিতর থেকে কাণ্ডকে কুড়ে কুড়ে খায়। এ পোকার আক্রমণে সাধারণত ১৩ থেকে ২৬ ভাগ ফলন কম হতে পারে। তাই এই সময় ভাল করে জমিতে জল স্প্রে করতে হবে। এছাড়া ভায়েগো ২০ এসসি, ইনসিপিয়ো ২০এসসি, ভিরতাকো ৪০ ডব্লিউজি,মাজরা পোকা দমনে এই ধরনের কিছু কীটনাশক স্প্রে ব্যবহার করতে হবে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Dinajpur News: ঠান্ডা ও কুয়াশায় কীভাবে রক্ষা করবেন বোরো ধানের বীজতলা! জেনে নিন গোপন টিপস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement