বিধানসভা ভোটের আগেই রাজ্যের কলেজেগুলিতে সহকারী অধ্যাপক নিয়োগ করতে চায় কলেজ সার্ভিস কমিশন! শূন্যপদ কত? তথ্য পাঠানোর নির্দেশ কমিশনের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পর এবার রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের তৎপরতা শুরু করল রাজ্য। বিধানসভা ভোটের আগেই রাজ্যের কলেজে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞাপন দিতে চায় কলেজ সার্ভিস কমিশন।
কলকাতা: প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পর এবার রাজ্যের কলেজগুলিতে অধ্যাপক নিয়োগের তৎপরতা শুরু করল রাজ্য। বিধানসভা ভোটের আগেই রাজ্যের কলেজে কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞাপন দিতে চায় কলেজ সার্ভিস কমিশন।
কোন কলেজে কোন বিষয়ে শূন্য পদ রয়েছে? এই বিষয়ে রাজ্য ব্যাপী প্রত্যেকটি কলেজের থেকে তথ্য চাইল কলেজ সার্ভিস কমিশন। ১ ফেব্রুয়ারির মধ্যেই রাজ্য জুড়ে কলেজগুলিকে তথ্য পাঠানোর নির্দেশ কলেজ সার্ভিস কমিশনের। বিষয়ভিত্তিক শূন্য পদের তালিকা কলেজগুলির থেকে চলে এলেই কলেজ সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞাপন দেবে বলে কমিশন সূত্রে খবর।
advertisement
প্রসঙ্গত, ২০২১-র পর থেকে নতুন করে কোনও নিয়োগ হয়নি। তাই ওই সময় সব মিলিয়ে আড়াই হাজারের বেশি শূন্যপদে নিয়োগের সম্ভবনা রয়েছে। ২০২৫-এর ১৪ ডিসেম্বর সেট নেওয়া হয়েছে। ফল ঘোষণা হওয়ার কথা জানুয়ারিতেই। আর তারপরই ফেব্রুয়ারিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে সূত্রের খবর। বিজ্ঞপ্তি প্রকাশের পর শুধু যে ২০২৫-র উত্তীর্ণরা সুযোগ পাবেন, এমনটা নয়। ২০২১-র পর সকল উত্তীর্ণেরাই সুযোগ পাবেন নিয়োগ প্রক্রিয়ায়।
advertisement
advertisement
উল্লেখ্য, রাজ্যে ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এর আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয় গত বছর ১ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত। আগ্রহীরা ওই পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদনপত্র জমা দিয়েছিলেন। এই পরীক্ষায় উত্তীর্ণেরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে চাকরি করার সুযোগ পাবেন। আবেদনের জন্য এগজামিনেশন ফি বৃদ্ধি করা হয়েছে। স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পরীক্ষাটি দিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর পাওয়া আবশ্যক। এ ছাড়াও যে সমস্ত ব্যক্তিরা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, তাঁরাও এই পরীক্ষাটি দিতে পারবেন। মোট ৩৩টি বিষয়ে দু’টি পত্রে পরীক্ষা নেওয়া হবে। ওই তালিকায় না থাকা বিষয়ে যাঁরা স্নাতকোত্তর স্তরে উত্তীর্ণ হয়েছেন, তাঁরা সেট দিতে পারবেন না। এ ছাড়াও পূর্বে যে বিষয়ে সেট উত্তীর্ণ হয়েছেন, সেই বিষয়ে নতুন করে পরীক্ষা দেওয়ার অনুমতি মিলবে না।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 10, 2026 5:25 PM IST










