Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন স্কুটির আরোহী, মুখ থুবড়ে মৃত্যু! রক্তে ভাসল এলাকা

Last Updated:

Road Accident: বীরপাড়ায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক অবসরপ্রাপ্ত আরপিএফ অফিসারের। স্থানীয়দের দাবি, মৃতদেহ ৪০ মিনিট পড়ে থাকে জাতীয় সড়কেই, কেউ হাত দেয়নি।

দুর্ঘটনায় মৃত্যু (Representative Image)
দুর্ঘটনায় মৃত্যু (Representative Image)
আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: বীরপাড়ায় এশিয়ান হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক অবসরপ্রাপ্ত আরপিএফ অফিসারের। স্থানীয়দের দাবি, মৃতদেহ ৪০ মিনিট পড়ে থাকে জাতীয় সড়কেই, কেউ হাত দেয়নি। পরে স্থানীয় বাইক আম্বুলেন্স চালক আকবর পৌছে মৃতদেহ উদ্ধার করেন।
পুলিশ সূত্রে খবর, বেহাল গেরগান্ডা ব্রিজের কাছে দূর্ঘটনা ঘটে। বেহাল ব্রিজে যানজটের জেরেই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ। কী ভাবে ঘটল দুর্ঘটনা, বীরপাড়া গেরগেন্ডা ব্রিজ এলাকায় একটি স্কুটি এবং বড় গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটে, সেখানেই মৃত্যু হয় স্কুটি আরোহীর।
advertisement
advertisement
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের বাসিন্দা প্রদীপ রঞ্জন ঘোষ (৬৫) আলিপুর থেকে বীরপাড়ার দিকে আসছিলেন। তেলিপাড়া নিজের মেয়ের শশুরবাড়ি আসার পথে বীরপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন ওই বৃদ্ধ, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওনার।
ডুয়ার্সের বাইক এম্বুলেন্স আকরাম জানান, প্রায় ৪০ মিনিট ধরে রাস্তা থেকে দেহ কেউ তোলেননি, আমি খবর পেয়ে ওনাকে হাসপাতালে নিয়ে আসি। এদিকে পুলিশ সূত্রে খবর, গাড়িটিকে আটক করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Road Accident: ভয়াবহ দুর্ঘটনা! গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন স্কুটির আরোহী, মুখ থুবড়ে মৃত্যু! রক্তে ভাসল এলাকা
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement