আনন্দ বদলে গেল শোকে... প্রতিমা বিসর্জন করতে গিয়ে সোজা নদীতে, শেষরক্ষা হল না! কান্নার রোল গোটা পাড়ায়

Last Updated:

বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকাল নটা নাগাদ অরুণ মিস্ত্রির ঘাট সংলগ্ন হুগলি নদীতে ভেসে ওঠে তাঁর দেহ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মহেশতলা: আকড়া অরুণ মিস্ত্রির ঘাটে প্রতিমা নিরঞ্জন করতে এসে হুগলি নদীতে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মহেশতলা এলাকায়। শোকের ছায়া নেমে এসেছে পাড়াজুড়ে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা পুরসভার কুড়ি নাম্বার ওয়ার্ডের আকড়া অরুণ মিস্ত্রির ঘাটে গতকাল রাতে কালী প্রতিমা নিরঞ্জন করতে এসে হুগলি নদীতে তলিয়ে গেল এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, প্রতিমা নিরঞ্জন করতে অরুণ মিস্ত্রির ঘাটে নেমেছিল আকড়া সুখলি পাড়ার বাসিন্দা বছর ৪১ এর লালু চৌহান। তারপরেই তলিয়ে যান তিনি। নিখোঁজ ব্যক্তির খোঁজে পুলিশ রাতেই হুগলি নদীতে চালায় তল্লাশি। বহু খোঁজাখুঁজির পরেও তার হদিস পাওয়া যায়নি। আজ  বৃহস্পতিবার ভাইফোঁটার দিন সকাল নটা নাগাদ অরুণ মিস্ত্রির ঘাট সংলগ্ন হুগলি নদীতে ভেসে ওঠে তাঁর দেহ।
advertisement
advertisement
দেহ ভাসতে দেখে স্থানীয়েরা খবর দেয় মহেশতলা থানায়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
আনন্দ বদলে গেল শোকে... প্রতিমা বিসর্জন করতে গিয়ে সোজা নদীতে, শেষরক্ষা হল না! কান্নার রোল গোটা পাড়ায়
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement