Asim Munir: ‘তুমি যদি পুরুষ হও...’! আসিম মুনিরকে চাঞ্চল্যকর চ্যালেঞ্জ! পাক সেনাপ্রধানকে কী বার্তা দিল পাকিস্তানি তালিবান গোষ্ঠী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Asim Munir: আফগানিস্তানের তালিবান সরকার এবং ইসলামাবাদের মধ্যে চলমান সংঘর্ষের মাঝেই এবার পাক সেনাপ্রধানকে সরাসরি হুমকি তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) গোষ্ঠীর।
ইসলামাবাদ: আফগানিস্তানের তালিবান সরকার এবং ইসলামাবাদের মধ্যে চলমান সংঘর্ষের মাঝেই এবার পাক সেনাপ্রধানকে সরাসরি হুমকি তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) গোষ্ঠীর। পাকিস্তানি তালিবান সংগঠনের দাবি, এইভাবে বারবার সেনা পাঠানো এবং তাদের হত্যা বন্ধ করুক পাক সেনাবাহিনী। তার বদলে কোনও বড় মাপের অফিসারকে পাঠাক যুদ্ধক্ষেত্রে। সম্প্রতি একটি ভিডিওতে শিউরে ওঠা বার্তা দিয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান।
যুদ্ধক্ষেত্রের বেশকিছু ফুটেজের সঙ্গেই একটি ভিডিও প্রকাশ করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। যার মধ্যে ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররামে একটি অ্যামবুশের যুদ্ধক্ষেত্রের ফুটেজ রয়েছে। যেখানে TTP দাবি করেছে যে, ২২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। ভিডিওগুলোতে বন্দী গোলাবারুদ এবং যানবাহনও দেখানো হয়েছে। এদিকে, পাকিস্তানি সরকারি রেকর্ডে কম ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে। সেনাবাহিনী স্বীকার করেছে যে আক্রমণে ১১ জন সৈন্য নিহত হয়েছে।
advertisement
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি ক্লিপে, পাকিস্তানি কর্মকর্তাদের দ্বারা কমান্ডার কাজিম নামে পরিচিত এক সিনিয়র TTP সদস্য ক্যামেরার সামনে সরাসরি হুমকি দেন পাক সেনা প্রধান আসিম মুনিরের উদ্দ্যেশ্যে। আসিম মুনিরকে হুমকি দিয়ে ওই সদস্যকে বলতে শোনা যায়, ‘‘তুমি যদি পুরুষ হও তবে আমাদের মুখোমুখি হও’’। কাজিমকেই আরও বলতে শোনা যায়, ‘‘মাতৃদুগ্ধ পান করে থাকলে এসে আমাদের সঙ্গে লড়াই কর।’’ কাজিমই সেই একই ব্যক্তি, যার উপর পাকিস্তানি কর্তৃপক্ষ ১০ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিল।
advertisement
প্রসঙ্গত, তালিবান ২০২১ সালে কাবুলে ক্ষমতায় ফেরার পর এই প্রথম দুই দেশের মধ্যে এত বড় সীমান্ত সংঘাত দেখা যায়। অক্টোবরের মাঝামাঝি সময়েই কাতারের রাজধানী দোহায় আয়োজিত শান্তি বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2025 4:27 PM IST