Assam Explosion on Railway Track: অসমে আইইডি বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের এক অংশ! ব্যাহত রেল চলাচল

Last Updated:

Assam Explosion on Railway Track: তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে। ফলে বিস্ফোরণের পিছনে নাশকতার যোগ স্পষ্ট। তবে কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়।

বিস্ফোরণের পিছনে নাশকতার যোগ স্পষ্ট
বিস্ফোরণের পিছনে নাশকতার যোগ স্পষ্ট
অসম: অসমের কোকরাঝাড় ও সালেকাটি স্টেশনের মাঝে আপ লাইনে বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের এক অংশ৷ এই ঘটনা বুধবার ও বৃহস্পতিবারের সন্ধিক্ষণে মধ্যরাতের৷ এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় একাধিক ট্রেনকে। খবর পেয়েই ছুটে যায় জিআরপি, অসম পুলিশ-সহ একাধিক গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিস্ফোরণে আইইডি ব্যবহার করা হয়েছে। ফলে বিস্ফোরণের পিছনে নাশকতার যোগ স্পষ্ট। তবে কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত, তা এখনও স্পষ্ট নয়।
ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডিআরএম দেবেন্দ্র সিং। উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে আপ লাইন দিয়ে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল। সেই সময় হঠাৎ করেই প্রবল ঝাঁকুনি খায় ট্রেনটি। চালককে মুহূর্তে আপদকালীন ব্রেক কষে ট্রেনটিকে থামাতে হয়। পরে ট্রেন থেকে চালক-সহ অন্যান্যরা নেমে ট্র্যাক পরীক্ষা করার সময় দেখতে পান চূড়ান্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে রেলের ট্র্যাক। সঙ্গে সঙ্গে ঘটনার খবর দেওয়া হয় রেলের শীর্ষ আধিকারিকদের। খবর পেয়েই ছুটে আসে অসম পুলিশ, রেলওয়ে সুরক্ষা বাহিনী অর্থাৎ আরপিএফ, জিআরপি। এমনকী বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তকারীরাও আসেন। পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন : মুকুট, নীলকান্তমণির নেকলেস, পান্নার দুল, হিরের ব্রোচ…লুভর মিউজিয়াম থেকে চুরি যাওয়া সম্রাট নেপোলিয়নের অমূল্য গয়না কেন উদ্ধার নাও করা যেতে পারে? জানুন
বিস্ফোরণের পর বৃহস্পতিবার ভোরে ৫.২৫ মিনিটে ফের স্বাভাবিক ট্রেন চলাচল শুরু হয়। ঘটনার কারণে প্রায় আটটি ট্রেন আটকে রাখা হয়েছিল। এই অংশে টহল জোরদার করা হয়েছে বলে এনএফআর এক বিবৃতিতে জানিয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam Explosion on Railway Track: অসমে আইইডি বিস্ফোরণে উড়ে গেল রেললাইনের এক অংশ! ব্যাহত রেল চলাচল
Next Article
advertisement
বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
তেজস্বী যাদবই হলেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ! উপ মুখ্যমন্ত্রী পদে দুই মুখ কারা?
  • কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট

VIEW MORE
advertisement
advertisement