North Bengal News: ফায়ারিং রেঞ্জে প্রবেশ করার পর শেল বিস্ফোরণে নিহত ৫০ বছর বয়সী ব্যক্তি
- Published by:Salmali Das
Last Updated:
North Bengal News: মঙ্গলবার, সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রেঞ্জে প্রবেশ করার পর শেল বিস্ফোরণে মৃত্যু ঘটেছে ৫০ বছর বয়সী এক ব্যক্তির।
শিলিগুড়িঃ শিলিগুড়ির কাছে তিস্তা ফিল্ড ফায়ারিং-এ মৃত্যু ঘটে একজন ব্যক্তির। মঙ্গলবার, সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রেঞ্জে প্রবেশ করার পর শেল বিস্ফোরণে মৃত্যু ঘটেছে ৫০ বছর বয়সী এক ব্যক্তির।
আরও পড়ুনঃ ৪০ বছর ধরে প্রদীপবাবুর তৈরি শিবের পাটা দিয়েই শিলিগুড়িতে হয় চড়ক পুজো
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সোমবার দুপুর ২টোর সময় ঘটনাটি ঘটে যখন মাল থানা এলাকার তোটগাঁওয়ের বাসিন্দা তিলক বাহাদুর রাই লাইভ গুলি চালানোর সময় রেঞ্জে প্রবেশ করেন। ওই ব্যক্তি তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জের সীমাবদ্ধ অঞ্চলে ‘স্ক্র্যাপ’ সংগ্রহের জন্য প্রবেশ করেছিলেন। সেইসময় একটি আর্টিলারি শেল বিস্ফোরণ হয় তাতে মৃত্যু ঘটে তিলক বাহাদুর রাইয়ের।’
advertisement
advertisement
স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে, স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছ থেকে সমস্ত ছাড়পত্র নেওয়া হয়েছিল আগেই। গ্রামবাসীদের গুলি চালানোর অনুশীলন সম্পর্কে আগেই জানানো হয়েছিল। তবে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে রাইয়ের পরিবার পুলিশে কোনও অভিযোগ দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে। সেনার জারি করা বিবৃতিতে বলা হয়েছে ‘ভারতীয় সেনাবাহিনী তার পেশাদার আচরণে অবিচল থাকে এবং প্রয়াত আত্মার জন্য গভীর সহানুভূতি প্রকাশ করেছে’।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
March 15, 2023 12:16 PM IST