হোম /খবর /উত্তরবঙ্গ /
ফায়ারিং রেঞ্জে প্রবেশ করার পর শেল বিস্ফোরণে নিহত ৫০ বছর বয়সী ব্যক্তি

North Bengal News: ফায়ারিং রেঞ্জে প্রবেশ করার পর শেল বিস্ফোরণে নিহত ৫০ বছর বয়সী ব্যক্তি

ফায়ারিং রেঞ্জে প্রবেশ করার পর শেল বিস্ফোরণে নিহত ৫০ বছর বয়সী ব্যক্তি

ফায়ারিং রেঞ্জে প্রবেশ করার পর শেল বিস্ফোরণে নিহত ৫০ বছর বয়সী ব্যক্তি

North Bengal News: মঙ্গলবার, সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রেঞ্জে প্রবেশ করার পর শেল বিস্ফোরণে মৃত‍্যু ঘটেছে ৫০ বছর বয়সী এক ব‍্যক্তির।

  • Share this:

শিলিগুড়িঃ   শিলিগুড়ির কাছে তিস্তা ফিল্ড ফায়ারিং-এ মৃত‍্যু ঘটে একজন ব‍্যক্তির। মঙ্গলবার, সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, রেঞ্জে প্রবেশ করার পর শেল বিস্ফোরণে মৃত‍্যু ঘটেছে ৫০ বছর বয়সী এক ব‍্যক্তির।

আরও পড়ুনঃ ৪০ বছর ধরে প্রদীপবাবুর তৈরি শিবের পাটা দিয়েই শিলিগুড়িতে হয় চড়ক পুজো

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সোমবার দুপুর ২টোর সময় ঘটনাটি ঘটে যখন মাল থানা এলাকার তোটগাঁওয়ের বাসিন্দা তিলক বাহাদুর রাই লাইভ গুলি চালানোর সময় রেঞ্জে প্রবেশ করেন। ওই ব্যক্তি তিস্তা ফিল্ড ফায়ারিং রেঞ্জের সীমাবদ্ধ অঞ্চলে ‘স্ক্র্যাপ’ সংগ্রহের জন‍্য প্রবেশ করেছিলেন। সেইসময় একটি আর্টিলারি শেল বিস্ফোরণ হয় তাতে মৃত‍্যু ঘটে তিলক বাহাদুর রাইয়ের।’

আরও পড়ুনঃ মালদহে এক ঘণ্টা দেরিতে প্রশ্ন পেল অসুস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী !

স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসারে, স্থানীয় প্রশাসন এবং পুলিশের কাছ থেকে সমস্ত ছাড়পত্র নেওয়া হয়েছিল আগেই। গ্রামবাসীদের গুলি চালানোর অনুশীলন সম্পর্কে আগেই জানানো হয়েছিল। তবে, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে রাইয়ের পরিবার পুলিশে কোনও অভিযোগ দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে। সেনার জারি করা বিবৃতিতে বলা হয়েছে ‘ভারতীয় সেনাবাহিনী তার পেশাদার আচরণে অবিচল থাকে এবং প্রয়াত আত্মার জন্য গভীর সহানুভূতি প্রকাশ করেছে’।

Published by:Salmali Das
First published:

Tags: Explosion, Siliguri News