Siliguri News: ৪০ বছর ধরে প্রদীপবাবুর তৈরি শিবের পাটা দিয়েই শিলিগুড়িতে হয় চড়ক পুজো
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া, বেলাকোবা, বিধান নগর, রাজগঞ্জ, আমবাড়ি-সহ আরও নানা জায়গা থেকে শিবের পাটা তৈরির অর্ডার আসে সুদীপ দাসের কাছে
শিলিগুড়ি: চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন চড়ক পুজো। এদিন হয় নীলপুজো। পুজোর আগের দিন চড়ক গাছটিকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়। এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিঙ্গ বা সিঁদুরমাখা লম্বা কাঠের তক্তা ('শিবের পাটা') রাখা হয়, যা পূজারিদের কাছে 'বুড়োশিব' নামে পরিচিত। শিলিগুড়ির বাসিন্দা প্রদীপ দাস দীর্ঘ ৪০ বছর ধরে চড়কের শিবের পাটা তৈরি করে আসছেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে চড়ক পুজোর আগে তাঁর কাছে শিবের পাটা তৈরির কাজ আসে।
শিলিগুড়ি শহরের একেবারে শেষ প্রান্তে হাতিয়াডাঙ্গা এলাকায় বাড়ি প্রদীপবাবুর। হাতের কাজ তাঁর ছোটবেলা থেকেই পছন্দের। হাতুড়ি-বাটাল দিয়ে খুটখুট করে কাঠ ঠুকে তিনি তৈরি করে ফেলেন অনেক কিছুই। তবে সংসারের হাল ধরতে বর্তমানে টোটো চালিয়ে জীবন যাপন করছেন। কিন্তু সময় পেলেই কাঠ দিয়ে দেবদেবীর মূর্তি বানান। সবকিছুর মধ্যে শিবের পাটার কাজ সারা শহর জুড়ে বিখ্যাত। ১৬ বছর বয়স থেকে দাদাকে দেখে কাঠের কাজ শুরু করেন প্রদীপ দাস। তারপর থেকে আজ পর্যন্ত, ভালবাসার টানেই সেই কাজ করে চলেছেন। আর্থিক অভাবে পড়াশোনা করতে পারেননি ঠিকই কিন্তু চোখের নিমেষে বেল কাঠ, নিম কাঠ দিয়ে তৈরি করে ফেলেন নানা দেব-দেবীর মূর্তি ।
advertisement
প্রদীপবাবুর ভাষায়, "দাদা কাঠের কাজ করতেন। সেই দেখে আমারও ইচ্ছে হয় কাঠের কাজ করার। দাদা কাঠমিস্ত্রি ছিলেন। আমার ইচ্ছে হয়, সুন্দর ডিজাইনের জিনিস বানাব। সেই থেকেই চড়ক পুজোর জন্য শিবের পাটা তৈরি করা শুরু।" শিলিগুড়ি এবং শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া, বেলাকোবা, বিধান নগর, রাজগঞ্জ, আমবাড়ি-সহ আরও নানা জায়গা থেকে শিবের পাটা তৈরির অর্ডার আসে সুদীপ দাসের কাছে। দীর্ঘদিন ধরে সযত্নে এই কাজ করে আসছেন তিনি।
advertisement
advertisement
অনির্বাণ রায়
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 11:31 PM IST