School Dress | Siliguri: নীল-সাদা স্কুলের পোশাকে তীব্র আপত্তি! স্কুলের ঐতিহ্য বাঁচাতে পথে নেমে বিক্ষোভে খুদেরা
- Published by:Satabdi Adhikary
Last Updated:
নীল-সাদা নয়, ঐতিহ্যের পোশাকই থাক পড়ুয়াদের গায়ে, দাবি অভিভাবকদের!
শিলিগুড়ি: নীল সাদা স্কুলের পোশাকে আপত্তি। শিলিগুড়িতে প্রতিবাদে স্কুল পড়ুয়া থেকে অভিভাবক। নীল-সাদা পোশাক পরেই পড়ুয়াদের আসতে হবে স্কুলে। সরকারি এই নির্দেশিকার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হল শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলের অভিভাবক ঐক্য মঞ্চ। পড়ুয়াদের নিয়ে মিছিল করে এদিন পুরসভা অভিযান করেন তাঁরা। বাঘাযতীন পার্ক থেকে শুরু হয় মিছিল। তারপরে সোজা পুরসভা। যদিও পুরসভার গেটেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। কিন্তু, তার পরেও মেন গেটের সামনে চলে শ্লোগান, বিক্ষোভ।
অভিভাবক ঐক্য মঞ্চের দাবি, গত বছর আন্দোলন করার সুবাদে পুরনো পোশাকই অটুট ছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছিলেন, স্কুল যদি চায় পুরনো পোশাকই বজায় রাখতে, তাতে আপত্তি জানাবে না সরকার। অন্য এক অভিভাবক জয় লোধ বলেন, "শিক্ষামন্ত্রীর ওই মন্তব্যর পরেই ফের নতুন করে নির্দেশিকা জারি করা হল কেন? শিলিগুড়ি গার্লস স্কুল এবারে ৭৫ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ ৭৫ বছর ঐতিহ্যের পোশাকের রঙ মেরুন-সাদা। কোনওভাবেই ঐতিহ্যকে ভেঙে পোশাকের রঙে পরিবর্তন করা যাবে না।"
advertisement
আরও পড়ুন: কে শান্তনু? কে-ই বা কুন্তল? নিজের দলের নেতাদের চিনতেই পারলেন না শোভনদেব
স্কুলের পোশাকের রঙ অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে এদিন পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদের কাছে স্মারকলিপি দিল তাঁরা। তাঁদের স্পষ্ট কথা, শিক্ষা দফতর সিদ্ধান্ত না বদলালে ধারাবাহিক আন্দোলন চলবে। এর আগে রাজ্যজুড়ে আন্দোলন হয়েছিল। আবারও হবে।
advertisement
স্কুলের পোশাকেই চেনা যায় পড়ুয়াদের। আলাদা কোনও পরিচয়ের প্রয়োজন হয় না। কিন্তু সব স্কুলের পোশাকের রঙ যদি হয় নীল সাদা। তাহলে তো চেনাই দায় হয়ে দাঁড়াবে যে, কে কোন স্কুলের পড়ুয়া। জানান অভিভাবকেরা। তাঁদের দাবি, রাজ্যকে এই সিদ্ধান্ত আবারও পুনর্বিবেচনা করতে হবে। কারণ, প্রতিটি স্কুলেরই নিজস্ব পোশাক রয়েছে। যা দিয়ে সহজেই জানা যায় কে কোন স্কুলের ছাত্র বা ছাত্রী। অহেতুক কেন রাজ্য এই পরবর্তন চাইছে? প্রশ্ন অভিভাবকদের ঐক্য মঞ্চের।
advertisement
আরও পড়ুন: রাহুল গান্ধির বিরুদ্ধে দেশদ্রোহী আইনে ব্যবস্থার দাবি, লন্ডন মন্তব্যে তুলকালাম বাজেট অধিবেশন
অভিভাবকেরা একসুরেই এই ইস্যুতে গলা মিলিয়েছেন। কোনোভাবেই যে রাজ্যের চাপিয়ে দেওয়া নীল সাদা পোশাক পড়ুয়াদের গায়ে উঠবে না, তাও এদিন স্পষ্ট করেছেন আন্দোলনকারীরা। এদিন গোলমাল এড়াতে প্রচুর পুলিশ ও মহিলা বাহিনী মোতায়েন ছিল পুরসভায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
March 13, 2023 4:30 PM IST