Rahul Gandhi | UK Remarks: রাহুল গান্ধির বিরুদ্ধে দেশদ্রোহী আইনে ব্যবস্থার দাবি, লন্ডন মন্তব্যে তুলকালাম বাজেট অধিবেশন
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্রদের সামনে বক্তৃতা করার জন্য আমন্ত্রিত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। প্রত্যাশা মতোই তাঁর এদিনের বক্তব্যে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি।
নয়াদিল্লি: বাজেট অধিবেশনের দ্বিতীয় দফার শুরুতেই রাহুল গান্ধির মন্তব্য ঘিরে তুলকালাম কাণ্ড সংসদে। রাহুলের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার দাবি একাধিক বিজেপি মন্ত্রী সাংসদের। ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের তুমুল সমালোচনা করেছিলেন কংগ্রেস নেতা। গত রবিবার তা নিয়ে নাম না করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সংসদের অধিবেশনেও পারদ চড়ল রাহুল ইস্য়ুতে। এমনকি, রাহুল গান্ধির বিরুদ্ধে দেশবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং।
এদিন সাংবাদিকদের সামনে রাহুল প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রী গিরিরাজ বলেন, "রাহুল গান্ধি বিদেশের মাটিতে গিয়ে ভারতকে অপমান করে এসেছে। ওঁর বিরুদ্ধে দেশদ্রোহ আইনে অভিযোগ আনা হয়েছে।" তাঁর দাবি, রাহুল ব্রিটেনে গিয়ে বলেছেন, ভারতের সংসদ অধিবেশনে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না। তাঁর এই মন্তব্যের জন্যই লোকসভার অধ্যক্ষ রাহুলের বিরুদ্ধে দেশদ্রোহমূলক আইনে অভিযোগ দায়ের করতে পারেন।
advertisement
আরও পড়ুন: সাগরদিঘির জয়ী কংগ্রেস নেতা বাইরন বিশ্বাস নাকি 'তৃণমূলেরই লোক!', অধ্যক্ষের দাবি ঘিরে তুলকালাম
শুধু গিরিরিজাই নন, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, পীযুষ গয়াল, এবং প্রহ্লাদ জোশীও রাহুলের মন্তব্য়ের তীব্র সমালোচনা করেন। বিজেপি নেতাদের মন্তব্যের বিরোধিতা করে লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী বিধায়কেরাও।
advertisement
প্রহ্লাদ জোশী বলেন, "লন্ডনে গিয়ে রাহুল বলেছেন, অধিবেশনে যখন বিরোধী দলের সাংসদেরা কথা বলেন, তখন তাঁদের মাইক্রোফোন বন্ধ করে রাখা হয়। উনি বিদেশের মাটিতে সংসদের অবমাননা করেছেন এবং ভারতের অপমান করেছেন।"শাসকদল এবং বিরোধী সাংসদের কথা কাটাকাটির জেরে প্রথম দফায় দুপুর ২ টো পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়।
advertisement
আরও পড়ুন: মানুষের মাথার খুলি, বাঘের নখ, হরিণের চামড়া দিয়ে হতো তন্ত্রসাধনা! দমদম কাণ্ডের তদন্তে CID ও পুলিশের সাহায্য চাইল বন দফতর
ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ ছাত্রদের সামনে বক্তৃতা করার জন্য আমন্ত্রিত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। প্রত্যাশা মতোই তাঁর এদিনের বক্তব্যে মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে রাহুল স্বীকার করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে শুরু হওয়া উজ্জ্বলা যোজনা এবং পিএম জন ধন যোজনা অবশ্যই ভাল প্রকল্প৷ কিন্তু মাত্র দুটি প্রকল্পের ভিত্তিতে তিনি মোদি সরকারের সাফল্য বিচার করতে চান না৷ কারণ নরেন্দ্র মোদি দেশকে ধ্বংস করছেন বলেই অভিযোগ করেছেন রাহুল৷ এর পাশাপাশি, কংগ্রেস নেতার দাবি, নরেন্দ্র মোদির সরকার ভারতের গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
March 13, 2023 2:36 PM IST