Indian Rail: উত্তরবঙ্গ এক্সপ্রেস নিয়ে বড়সড় সুখবর আসছে! আর টিকিটের চিন্তা থাকবে না!

Last Updated:

Uttarbanga Express- উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়তে চলেছে, জানালেন জলপাইগুড়ি সাংসদ, খুশি ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি মেনে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়তে চলেছে।

+
বাড়বে

বাড়বে উত্তরবঙ্গ এক্সপ্রেস এ কোচের সংখ্যা

জলপাইগুড়ি: উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়তে চলেছে, জানালেন জলপাইগুড়ি সাংসদ। এই খবরে খুশি ব্যবসায়ীরা। আসলে ব্যবসায়ীদের দাবি মেনেই উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়তে চলেছে, এমনটাই জানালেন জলপাইগুড়ি সাংসদ ডা: জয়ন্ত কুমার রায়।
উত্তরবঙ্গ থেকে কলকাতাগামী গুরুত্বপূর্ণ ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মানুষের কলকাতা যেতে হলে বেশিরভাগ মানুষের  ভরসা উত্তরবঙ্গ এক্সপ্রেস। সেই জন্য অনেক সময় এই ট্রেনের টিকিট পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়।
বহু সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা কলকাতা যাওয়ার জন্য অনেক সময় টিকিট পায় না। এই সমস্যা দূর করতে ধূপগুড়ি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি সাংসদ ডা জয়ন্ত কুমার রায়ের কাছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়ানো-সহ বেশ কয়েকটি ট্রেনের স্টপেজের জন্য আবেদন জানানো হয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন- শহরের ধাঁচে এবার গ্রামেও ঘুরবে আবর্জনা তোলার গাড়ি! বাসিন্দাদের থেকে নেওয়া হবে এত টাকা
ধূপগুড়ি ব্যবসায়ী সমিতির সেই দাবি মেনে রেলের জেনারেল ম্যানেজার এবং রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন সাংসদ জয়ন্ত কুমার রায়। অবশেষে ব্যবসায়ীদের সেই দাবি পূরণ হতে চলেছে বলে তিনি জানিয়েছেন।
জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, ধূপগুড়ি ব্যবসায়ী সমিতির তরফে জানানো হয়েছিল কিছু ট্রেনে এবং উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ বাড়ানোর জন্য। সেই বিষয়ে ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার ও আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। উত্তরবঙ্গ এক্সপ্রেসের কোচ সংখ্যা বাড়তে চলেছে। এই বিষয়ে আমি ১০০ শতাংশ আশাবাদী। সাংসদের এই আশ্বাসে খুশি খুশি ধূপগুড়ির ব্যবসায়ীরা।
advertisement
সুরজিৎ দে 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Indian Rail: উত্তরবঙ্গ এক্সপ্রেস নিয়ে বড়সড় সুখবর আসছে! আর টিকিটের চিন্তা থাকবে না!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement