Nirmal Bangla: শহরের ধাঁচে এবার গ্রামেও ঘুরবে আবর্জনা তোলার গাড়ি! বাসিন্দাদের থেকে নেওয়া হবে এত টাকা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
নির্মল বাংলার লক্ষ্যে তৈরি হয়েছে পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প
আলিপুরদুয়ার: নির্মল বাংলার লক্ষ্যে তৈরি হয়েছে পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। গ্রামীণ এলাকাকে পরিচ্ছন্ন রাখতে এবার আবর্জনা তোলার গাড়ি ঘুরবে কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
কালচিনির নিমতি এলাকায় রয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। হ্যামিল্টনগঞ্জ সুভাষপল্লী এলাকা থেকে এই প্রকল্পের উদ্বোধন করেছেন কালচিনি বিডিও মিঠুন মজুমদার। লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প শুরু হলেও, আগামী তিনমাসের মধ্যে ব্লকের অন্যান্য গ্রাম পঞ্চায়েতেও তা চালুর পরিকল্পনা রয়েছে ব্লক প্রশাসনের।স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও এমএসএসও নামে এক সংস্থা যৌথভাবে এই প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
advertisement
advertisement
এই নিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে এবং প্রতিটি বাড়িতে লাল ও নীল দুটি রঙের বালতিও প্রদান করা হয়েছে। এরমধ্যে লাল রঙের বালতিতে পচনশীল এবং নীল রঙের বালতিতে অপচনশীল দ্রব্য ফেলার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। প্রতিদিন গাড়ি এসে সেই বর্জ্য পদার্থ সংগ্রহ করে নিয়ে যাবে নিমতি এলাকায় তৈরি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে। সেখানে যদিও পুরোপুরি বিনামূল্যে এই পরিষেবা পাচ্ছেন না বাসিন্দারা। এলাকা অনুযায়ী টাকার অঙ্ক কম বা বেশি হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। এর মধ্যে নূন্যতম ৩০ টাকা করে বাসিন্দাদের দিতে হবে, আবার কোথাও দিতে হতে পারে ৫০, এছাড়া মার্কেট কমপ্লেক্স, বাজার যেখানে আবর্জনার পরিমাণ বেশি সেখানে ৮০ টাকা করে ধার্য করা হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে কালচিনি বিডিও মিঠুন মজুমদার বলেন, “পাঁচটি গাড়ি প্রতিদিন ঘুরে ঘুরে বাসিন্দাদের বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করবে। এর ফলে নর্দমা ও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। রোগ জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কাও কম থাকবে।” এছাড়া এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হওয়ায় কর্মসংস্থান হবে বলেও দাবি পরিচালনার দায়িত্বে থাকা সংস্থার।
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 2:34 PM IST