Buxa Tiger Reserve: জঙ্গলের আনাচে কানাচে ক্যামেরা! বক্সা ব‍্যাঘ্র প্রকল্প নিয়ে নয়া পরিকল্পনা বন দফতরের! এতটাই লাভ, বলে বোঝানো মুশকিল

Last Updated:

হাতির করিডরে এবার ক্যামেরা বসানোর ব্যবস্থা করছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা

+
বক্সা

বক্সা গেট

আলিপুরদুয়ার: হাতির করিডরে এবার ক্যামেরা বসানোর ব্যবস্থা করছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা। এর ফলে একদিকে মানুষ-বন্যপ্রাণী সংঘাত অনেকাংশ রোখা সম্ভব হবে, তেমনই লোকালয়ে প্রবেশ করা বন্যপ্রাণীর গতিবিধির ওপরেও সহজেই নজর রাখা যাবে বলে দাবি বন দফতরের। আর এই নজরদারির জন্য তৈরি করা হবে একটি কন্ট্রোল রুমও।
কালচিনি ব্লকের নিমাতি রেঞ্জ সংলগ্ন বনবস্তিতে মানুষ-বন্যপ্রাণী সংঘাত রুখতে বক্সা উপক্ষেত্র অধিকর্তার (পশ্চিম) উপস্থিতিতে বিশেষ বৈঠক ডাকা হয়েছিল। যেখানে নিমাতি রেঞ্জের রেঞ্জ অফিসার, বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্তারা সহ এই রেঞ্জের অন্তর্গত সকল যৌথ বন সুরক্ষা কমিটির সদস্যদের পাশাপাশি, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরাও উপস্থিত ছিলেন। যেখানে এই মানুষ-বন্যপ্রাণীর সংঘাত এড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা ঘোষণা করেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্তারা।
advertisement
advertisement
যেখানে একদিকে হাতির করিডরে ক্যামেরা লাগানোর পাশাপাশি সম্প্রতি নিমতি রেঞ্জের উত্তর ও দক্ষিণ লতাবাড়িতে একটি ও পাটকাপাড়ায় একটি মোট দুটো এলিফ্যান্ট স্কোয়ার্ড নামে গাড়িও দেওয়ায় হয়েছে। যারা রাতে বন্যপ্রাণীর ওপর নজরদারির ও এলাকায় টহলদাড়িও চালাচ্ছে বলে বন দফতর তরফে জানানো হয়। এছাড়া এই হাতির করিডরে যেখানে হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর আনাগোনা বেশি সে সব স্থানে ক্যামেরা লাগানোর পরিকল্পনা বন দফতরের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও প্রথমে পরীক্ষামূলকভাবে নিমতি রেঞ্জ ও পশ্চিম দমনপুরে ১০টি করে ক্যামেরা লাগানো হবে এবং সেখানে ইতিবাচক ফল মিললে তা বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্যান্য রেঞ্জেও কার্যকরী করা হবে বলে দাবি জানান বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণণ পিজে। তিনি বলেন, “আগামী একমাসের মধ্যেই এই ক্যামেরা লাগানোর এবং একটি কন্ট্রোল রুম তৈরির পরিকল্পনা রয়েছে। এটির ফলে আশা করছি আমরা খুব দ্রুত বন্যপ্রাণীর গতিবিধির ওপর নজর রেখে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে পারব।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Buxa Tiger Reserve: জঙ্গলের আনাচে কানাচে ক্যামেরা! বক্সা ব‍্যাঘ্র প্রকল্প নিয়ে নয়া পরিকল্পনা বন দফতরের! এতটাই লাভ, বলে বোঝানো মুশকিল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement