Elephant Evening Walk: বয়স বাড়তেই ফিটনেস নিয়ে চিন্তা! রোজ ৩০ মিনিট ইভনিং ওয়াকে বায়া গণেশ! বুড়ো হাতির কাণ্ডকারখানার ভিডিও না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:

চিলাপাতা সড়ক এখন হয়ে উঠেছে বায়া গণেশের ইভনিং ওয়াকের আদর্শ স্থান

+
ইভনিং

ইভনিং ওয়াকে বায়া গণেশ

আলিপুরদুয়ার: চিলাপাতা সড়ক এখন হয়ে উঠেছে বায়া গণেশের ইভনিং ওয়াকের আদর্শ স্থান। ঘড়ি ধরে ৩০ মিনিট এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করে ফের জঙ্গলে প্রবেশ করে বায়া গণেশ। গত এক সপ্তাহ ধরে এমন রুটিন হয়েছে বায়া গণেশের।
জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে বসবাস বায়া গণেশের। এক সময় দাপুটে হাতি ছিল বায়া গণেশ। এলাকার মানুষদের ত্রাস ছিল সে। বর্তমানে বয়স বেড়েছে বায়া গণেশের। দাপুটে বায়া গণেশ এখন অনেক শান্ত। একা থাকতেই পছন্দ করে সে। এর আগে রাতের বেলা চিলাপাতার জঙ্গলে মাঝে মধ্যে দেখা মিলত বায়া গণেশের। রাস্তা পার করে অন্য জঙ্গলে চলে যেত সে।
advertisement
advertisement
এখন শরীর চর্চায় মন দিয়েছে বায়া গণেশ দেখেই বোঝা যাচ্ছে তার এক সপ্তাহের আচরণে। বয়স বেড়েছে, এই সময় নিজেকে ফিট রাখা জরুরি হয় তো বুঝেছে সে।  বন দফতর সূত্রে জানা যায়, বায়া গণেশ এখন আর লোকালয়ে যায় না। জঙ্গলই ঘুরে বেড়ায়। খাওয়া দাওয়া, লবণ জল পান করে থাকে। রাজু বিশ্বা নামের এক পর্যটক জানান, “এই এলাকায় বড় হাতি রয়েছে আমরা শুনেছিলাম। তবে চাক্ষুস দেখে ভাল লাগছে। গন্তব্য যেতে দেরি হল ঠিক, তবে চোখ জুড়িয়ে গেল।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৩০ মিনিট এদিক ওদিক ঘুরে আবার জঙ্গলে প্রবেশ করে বায়া গণেশ। তাকে দেখতে রাস্তার দুপাশে গাড়ির লম্বা লাইন দেখা যায় রোজ বিকেলে। বুনো হাতি দেখে অনেকে গাড়ি থেকে নেমে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Elephant Evening Walk: বয়স বাড়তেই ফিটনেস নিয়ে চিন্তা! রোজ ৩০ মিনিট ইভনিং ওয়াকে বায়া গণেশ! বুড়ো হাতির কাণ্ডকারখানার ভিডিও না দেখলে বিশ্বাস হবে না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement