Money Making Tips: বাজারে ব্যাপক ডিমান্ড! দিনে ৩ ঘণ্টা কাজ করে ১০০০ টাকা লাভ, বাড়িতেই তৈরি করুন এই মাটির সাবান

Last Updated:

Money Making Tips: দিনে তিন থেকে চার ঘন্টা কাজ করলে ২০০ থেকে ৩০০ টি সাবান তৈরি করে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত লাভের মুখ দেখা যায়।

+
বাড়িতে

বাড়িতে বসেই সাবান তৈরি করে তাক লাগালেন মালদহের কলেজ পড়ুয়া সাগর

মালদহ: পড়াশোনা চললেও থেমে নেই জীবনে এগিয়ে যাওয়ার লক্ষ্য। পরিবারের হাল ধরতে এবারে নিজেই আর্থিকভাবে স্বাবলম্বী হ‌ওয়ার পথ খুঁজলেন কলেজ পড়ুয়া সাগর স্বর্ণকার। বাড়িতেই নিজের হাতে মাটির সাবান তৈরি করে সকলের নজর কাড়লেন মালদহের এক কলেজ পড়ুয়া। ভিন রাজ্য থেকে কাঁচামাল এনে বাড়িতেই তৈরি করছেন মাটির সাবান। সাধারণ মাটি নয়, এটি হচ্ছে মুলতানি মাটি। যা শরীরের ত্বকে মাখা হয়।
বাড়িতেই একাধিক পদ্ধতির মাধ্যমে প্রক্রিয়াকরণ পর তৈরি করছেন মুলতানি মাটির সাবান। এই মুলতানি মাটির সাবান তৈরি করে বাজারে বিক্রি করছেন ১৭-২০ টাকায়। দিনে প্রায় তিন থেকে চার ঘন্টা কাজ করলেই বাজিমাত। রোজ প্রায় ৩০০ টি সাবান তৈরি করে বিক্রি করছেন বিভিন্ন বাজার এবং দোকানে।
advertisement
advertisement
মালদার কলেজ পড়ুয়া সাগর স্বর্ণকার জানান, “ভিন রাজ্য গুজরাটের একটি বেসরকারি সংস্থা থেকে মুলতানি মাটি এনে বাড়িতে সেই মুলতানি মাটির সাবান তৈরি করি। তিন চার ঘন্টায় প্রায় ৩০০ টি সাবান তৈরি হয়ে যায়। এরপর বাজারে বিক্রি করতে যেতে হয়। সব মিলিয়ে বাজারে বিক্রির পর কোনদিন ৫০০ টাকা আবার কোনদিন হাজার টাকা লাভ হয়। পড়াশোনায় একটু সমস্যা হলেও পরিবারের হাল ধরতে কাজ করতে হয়। তবে নিজেই স্বাবলম্বী হতে পারছি ভাল লাগছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালদহের কালিয়াচক দুই ব্লকের বালুয়াচারা গ্রামের বাসিন্দা সাগর স্বর্ণকার। বাবা পেশায় স্বর্ণকার, স্থানীয় বাজারে একটি ছোট দোকান রয়েছে তাদের। বয়স হওয়ায় একাই পরিবার সামলাতে সমস্যা হয়। তাই পরিবারের হাল ধরতে এখন থেকেই এমন উদ্যোগ তার। বর্তমানে মালদা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সে। পড়াশোনার পাশাপাশি তার এমন আর্থিকভাবে স্বাবলম্বী হ‌ওয়ার চিন্তাধারা নজর কেড়েছে সকলের।
advertisement
জিএম মোমিন
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Money Making Tips: বাজারে ব্যাপক ডিমান্ড! দিনে ৩ ঘণ্টা কাজ করে ১০০০ টাকা লাভ, বাড়িতেই তৈরি করুন এই মাটির সাবান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement