Women Controlled Haat Bazar: নামগন্ধ নেই পুরুষদের, বাংলাতেই রয়েছে একটুকরো মণিপুর! পুরো বাজার চালান মহিলারাই! কোথায় বলুন তো!
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Women Controlled Haat Bazar: বাংলার বুকে রয়েছে এমন এক গ্রাম, যে গ্রামে রয়েছে মহিলা পরিচালিত বাজার, যা এখন নজর কাড়ছে সকলের। সপ্তাহে দুই দিন বসে এই বাজার।
মালদহ: শুধু মণিপুর নয়, এই রাজ্যেও রয়েছে মহিলা পরিচালিত বাজার। যেখানে শুধুমাত্র মহিলারাই বাজারে বিক্রি করছেন সবজি সহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী। বর্তমানে যেখানে সমাজের মহিলারা খোলামেলাভাবে ঘোরাফেরা করতে লজ্জা বোধ করেন। সেখানে দাঁড়িয়ে এবারে মালদহে দেখা মিলল এক অন্য চিত্র।
একেবারে যেন মণিপুরের ইম্ফলের ইমা মার্কেটের আদলে বাজার দেখা মিলল মালদহ জেলার হবিবপুর ব্লকের লইবাড়ি গ্রামে। এই বাজারে অধিকাংশ পরিমাণে রয়েছে মহিলাদের দোকান পাট। যেখানে মহিলারা দোকানপাট করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ধরছেন পরিবারের হাল। মূলত নিজের জমিতে চাষ করা টাটকা শাক সবজি এই বাজারে বিক্রি করতে আসেন বাড়ির মহিলারা।
advertisement
আরও পড়ুন: ১২০ টাকার মাল ২৬০ টাকা! আচমকা এই কারণে দাম বেড়ে গেল লিচুর! কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা পড়ছে ক্রেতাদের
advertisement
এক মহিলা সবজি বিক্রেতা তনুশ্রী মন্ডল জানান, “বাড়ির পুরুষেরা জমিতে চাষের কাজ এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। পরিবারের সকলে মিলে সারা বছর জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করি। সপ্তাহে দু’দিন রবিবার ও বৃহস্পতিবার বসে এই বাজার। তাই পরিবারের হাল ধরতে জমিতে যা চাষ করি এই দু’দিন এখানে এসে বিক্রি করি।”
advertisement
স্থানীয়দের কথায় আগে এখানে কোন বাজার ছিল না। গ্রামবাসীরা সবজি বিক্রি করতে অথবা বাজার করতে আইহো এবং বুলবুলচন্ডি এলাকায় যেতেন। সেই সময় ফেরার পথে জল তৃষ্ণায় গ্রামবাসীরা এই মাঠে বিশ্রাম নিতেন। এরপর এই এলাকার প্রথমে ছোট করে বাজার বসতে শুরু করে। প্রায় ৭০ বছর থেকে আজও সপ্তাহে দু’দিন বাজার বসে আসছে এই মাঠে। বর্তমানে জেলার একমাত্র মহিলা পরিচালিত এই বাজার সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা।
advertisement
বিগত কয়েক দশক ধরে মালদহের হবিবপুর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের লইবাড়ি গ্রামের একটি মাঠে বসে আসছে এই বাজার। স্থানীয়দের কাছে এই বাজার লৈবাড়ি হাট নামে পরিচিত। সপ্তাহে দু’দিন রবিবার এবং বৃহস্পতিবার করে বসে এই বাজার। এই দু’দিন বাজারে দোকান পাটের আসর বসান অধিকাংশ মহিলারা। সপ্তাহে মাত্র দু’দিন বাজার বসায় ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে ক্রেতারা না আসলেও হবিবপুর ব্লকের অধিকাংশ এলাকার ক্রেতাদের ভিড় জমে এই বাজারে।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 3:06 PM IST