Litchi Price Hiked: ১২০ টাকার মাল ২৬০ টাকা! আচমকা এই কারণে দাম বেড়ে গেল লিচুর! কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা পড়ছে ক্রেতাদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Litchi Price Hiked: ১২০ টাকা কিলো থেকে লিচুর দাম বেড়ে হয়ে গেল ২৬০ টাকা কিলো। আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা।
মালদহ: আর মাত্র তিন থেকে চার দিন, তারপরই বাজার থেকে বিদায় নেবে মালদহের রসাল ফল লিচু। ইতিমধ্যেই দাম উঠতে শুরু করেছে বাজারে। এবারে দ্বিগুণ দাম দিয়ে কিনতে হবে মালদহের রসাল ফল লিচু। ১২০ টাকা কিলো দর থেকে একেবারে ২৬০ টাকা কিলো। মালদহের বাজারে দাম বাড়ল লিচুর।
বাজারে আগে যে জায়গায় ২৫ টি লিচুর দোকান বসত সেখানে এখন রয়েছে মাত্র চারটি দোকান। দাম বাড়ায় কমছে ক্রেতাদের চাহিদা। বাজারে লিচু কিনতে হাত পুড়ছে ক্রেতাদের। বর্তমানে মালদহের বিখ্যাত বোম্বাই লিচুর দাম ১২০ টাকা কিলো থেকে বেড়ে ২৬০ টাকা কিলো এবং গুটি লিচুর দাম ৮০ টাকা কিলো থেকে বেড়ে ১৬০ টাকা কিলো।
advertisement
আরও পড়ুন: হাতের কাছেই রয়েছে গুপ্ত বৃন্দাবন! জ্যৈষ্ঠ সংক্রান্তি এলেই বসে বিরাট মেলা, জেনেও অনেকের কাছেই অজানা
advertisement
কেন আচমকা লিচুর দাম বাড়ল দ্বিগুণের থেকেও বেশি?
এক লিচু বিক্রেতা ইন্দ্রজিৎ সাহা জানান, “শুরুর দিকে ১২০ টাকা থেকে ১৫০ টাকা কিলো ছিল বোম্বাই লিচু। এখন ২৫০ টাকা কিলো চলছে, কালকে ৩০০ টাকা কিলো হবে। আগে পাইকারদের কাছ থেকে যে লিচু ২৫০০ টাকা হাজার কিনে এনে বিক্রি করতাম। এখন সেই লিচুর দাম হয়েছে ৭০০০-৮০০০ টাকা হাজার। তাই বেশি দামে কিনে এনে কিছু লাভ রেখে বিক্রি করতে হচ্ছে। তবে এই সপ্তাহ অবধি বাজারে লিচু দেখা যাবে। লিচু প্রায় শেষের দিকে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবছর মালদহ জেলায় তুলনামূলকভাবে লিচুর ফলন কম হওয়ায় স্বভাবতই দাম উঠছে বাজারে। বর্তমানে ব্যবসায়ীদের কাছেও কমেছে লিচুর স্টক। লিচুর স্টক না থাকায় খুব কম পরিমাণে বাজারে নামছে লিচু। তবে এবছর লিচুর মরসুম শেষ মুহূর্তে। ইতিমধ্যে গাছ থেকে সম্পূর্ণভাবে ভাঙা হয়েছে লিচুগুলি। আর কয়েকদিন পরেই সম্পূর্ণরূপে বাজার থেকে বিদায় নেবে লিচু। যার ফলে বাজারে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে লিচুর।
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 2:48 PM IST