Bengal Gupta Brindaban: হাতের কাছেই রয়েছে গুপ্ত বৃন্দাবন! জ্যৈষ্ঠ সংক্রান্তি এলেই বসে বিরাট মেলা, জেনেও অনেকের কাছেই অজানা

Last Updated:

Bengal Gupta Brindaban: গুপ্ত বৃন্দাবনে প্রতিবছর বসে বিরাট মেলা, যে মেলায় আসেন লক্ষ লক্ষ মানুষ

+
ভিড়

ভিড় জমাতে শুরু করেছেন তীর্থ যাত্রীরা

মালদহ: জ্যৈষ্ঠ সংক্রান্তির আগেই মালদহে আনাগোনা শুরু হয়েছে তীর্থ যাত্রীদের। কেউ টোটোতে করে আবার কেউ চার চাকায় করে দর্শনে আসছেন মালদহের প্রসিদ্ধ রামকেলি ধামে। মেলা শুরুর আগেই ভিড় জমতে শুরু করেছে রামকেলি ধামে। বসতে শুরু করেছে সাধুদের আসর। সাত দিন আগে থেকেই তাঁবু খাটিয়ে থাকার জন্য ঘর তৈরি করছেন সাধু সন্ন্যাসীরা।
আগামী ১৪ জুন থেকে শুরু হচ্ছে মালদহের প্রসিদ্ধ এই রামকেলি মেলা। প্রতিবছরই লক্ষ লক্ষ তীর্থ যাত্রীদের সমাগম ঘটে এই মেলায়। বর্তমানে সাত দিন আগে থেকেই আনাগোনা শুরু হয়েছে তীর্থ যাত্রীদের। কেউ প্রথমবার আবার কেউ ৩০ বছর ধরে আসছেন এই মেলায়। মালদহের ঐতিহ্যবাহী এই মেলা প্রায় ৫০০ বছরের অধিক পুরনো। জেলা, ভিন জেলা সহ দেশ-বিদেশের কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই মেলায়।
advertisement
advertisement
রামকেলি ধামে আসা এক সাধু তারকনাথ ব্রজবাসী জানান, “এই মেলায় একটি বিশেষ আকর্ষণ রয়েছে, প্রায় ১৫ বছর ধরে এই মেলায় আসছি। গৌড়ের ইতিহাসকে কাছে থেকে দেখতে পাচ্ছি। মেলার আগেই সাধুদের বাজার বসেছে। এখানে গান, বাজনা, সংকীর্তন, পুজো হয় খুব ভাল লাগে। কিছু রোজগারের জন্য স্বরাজ বাজিয়ে মেলায় আশা ভক্তদের মন জয় করি। এভাবেই দিন কাটাতে হয় তাদের বলে জানান সাধুরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রামকেলি ধামকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবছরই জৈষ্ঠ সংক্রান্তির পূর্ণ তিথিতে আয়োজন করা হয় এই রামকেলি মেলার। মহাপ্রভূ ও রূপ সনাতনের মিলন দিনটিকে স্মরণ করেই ৫০০ বছরের অধিক সময় ধরে রামকেলিতে হয়ে আসছে এই রামকেলি মেলা। এটি জেলা ও রাজ্যের অন্যতম বৃহত্তম মেলা বলে অভিমত অনেকের।
advertisement
জিএম মোমিন
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal Gupta Brindaban: হাতের কাছেই রয়েছে গুপ্ত বৃন্দাবন! জ্যৈষ্ঠ সংক্রান্তি এলেই বসে বিরাট মেলা, জেনেও অনেকের কাছেই অজানা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement